Israel-Hamas War: ওয়েস্ট ব্যাঙ্কের মসজিদে প্রার্থনা চলাকালীন গ্রেনেড ছোড়া জওয়ানকে সাসপেন্ড ইজরায়েলের
উত্তর গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়ার পর এবার ইজরায়েলের নজরে ওয়েস্ট ব্যাঙ্ক। উত্তর গাজায় হামাসের পার্লামেন্ট থেকে প্রধান কার্যালয়, সবকিছুই এখন ইজরায়েল সেনার কব্জায়।
উত্তর গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়ার পর এবার ইজরায়েলের নজরে হামাসের নিয়ন্ত্রণে থাকা ওয়েস্ট ব্যাঙ্ক। উত্তর গাজায় হামাসের পার্লামেন্ট থেকে প্রধান কার্যালয়, সবকিছুই এখন ইজরায়েল সেনার কব্জায়। ওয়েস্ট ব্যাঙ্কে গাজার থেকেও বেশী ট্য়াঙ্ক, অস্ত্র নিয়ে ঝাঁপিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ। ওয়েস্ট ব্যাঙ্কেও সেভাবে বড় কোনও প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ-কে।
প্যালেস্টাইন, হামাসপন্থীরা আন্তর্জাতিক মঞ্চে সরব ইজরায়েল সেনার সাধারণ মানুষের ওপর অত্যাচার নিয়ে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট ব্য়াঙ্কের একটি ভিডিয়ো ভাইরাল হয়। আরও পড়ুন-দক্ষিণ গাজায় লুকিয়ে হামাসের শীর্ষ নেতারা, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হামলার ঘোষণা ইজরায়েলের
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
৩০ সেকেন্ডের ছোট্ট সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কের এক মসজিদে প্রার্থনা চলছে, আর তার মাঝে মসজিদে ছোট্ট গ্রেনেড রেখে বিস্ফোরণ ঘটাচ্ছেন এক ইজরায়েলি জওয়ান। গাজা, ওয়েস্ট ব্যাঙ্কে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোণঠাসা ইজরায়েল প্রশাসন মসজিদে তাদের জওয়ানের গ্রেনেড রাখার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল। সেই জওয়ানকে ইজরায়েল সেনা থেকে সাসপেন্ড করার পর, দেশে ফেরত পাঠানো হচ্ছে। গাজায় কিছু মসজিদ, হাসপাতালের তলায় টানেল, বাঙ্কার, অস্ত্র মজুত রাখার জায়গার হদিশ মিলেছে বলে দাবি করেছে ইজরায়েল সেনার।