Manila Fire: ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০০ বাড়ি পুড়ে ছাই, গৃহহীন ২ হাজার পরিবার

ম্যানিলা শহরে ভয়াবহ আগুনে প্রায় ১০০০বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Hundreds of Homes Destroyed by a Fire (Photo Credit: X)

নয়াদিল্লি: ফিলিপাইনের (Philippine) রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই হাজার পরিবার গৃহহীন হয়েছে। ম্যানিলা (Manila) সিটি ফায়ার ডিপার্টমেন্টের ফায়ার ফাইটার আলেজান্দ্রো রামোস জানিয়েছে, ম্যানিলা শহররে ভয়াবহ আগুনে প্রায় ১০০০ ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে ফিলিপাইন এয়ার ফোর্স হেলিকপ্টার থেকে কলোনীতে জল ছিটিয়েছে, ফিলিপাইন কোস্ট গার্ড চারটি ফায়ার বোট পাঠায়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ৩০টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছে। প্রবল বাতাস এবং সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে অসুবিধা হয়।তবে স্বস্তির বিষয় যে এই ঘটনায় কেউ মারা যায়নি। তবে কয়েকজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। বর্তমানে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দেখুন ভিডিও-

আগুনে ঘরবাড়ি হারানো দুই হাজার পরিবারের জন্য ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। ম্যানিলা প্রশাসন এই পরিবারগুলোকে অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ম্যানিলা উপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এসব অবৈধ বসতিতে আগুন লাগার ঘটনা সাধারণ। হালকা এবং দাহ্য পদার্থ দিয়ে তৈরি ঘর, সরু রাস্তা এই বসতিগুলির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সমস্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে প্রশাসন।