US Presidential Election 2020: করোনা মহামারীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক ছাড়াই গেলেন ১০০ জন
যখন দেশজুড়ে হু হু করে সংক্রমণ বেড়ে চলেছে তখনই নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US Presidential Election 2020)। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের তথ্য বলছে, প্রেসিডেন্ট নির্বাচনী সমাবেশে ভিড় হয়েছিল মারাত্মক। কারোর মুখেই ছিল না মাস্ক। এই দৃশ্য নিঃসন্দেহে স্টেটে গাইড লাইনকে লঙ্ঘন করছে, তাতে কোনও সন্দেহ নেই। এদিকে ট্রাম্পের পরিদর্শন উপলক্ষে প্রেসিডেন্টকেই মা্ক পরার অনুরোধ করে স্থানীয় কাউন্টি কমিশন।
ওয়াশিংটন, ৯ সেপ্টেম্বর: যখন দেশজুড়ে হু হু করে সংক্রমণ বেড়ে চলেছে তখনই নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US Presidential Election 2020)। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের তথ্য বলছে, প্রেসিডেন্ট নির্বাচনী সমাবেশে ভিড় হয়েছিল মারাত্মক। কারোর মুখেই ছিল না মাস্ক। এই দৃশ্য নিঃসন্দেহে স্টেটে গাইড লাইনকে লঙ্ঘন করছে, তাতে কোনও সন্দেহ নেই। এদিকে ট্রাম্পের পরিদর্শন উপলক্ষে প্রেসিডেন্টকেই মা্ক পরার অনুরোধ করে স্থানীয় কাউন্টি কমিশন। এই প্রসঙ্গে প্লাইলার বলেন, “ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু তিনি আমাদের দেশের একজন অতিথি। মাস্ক ছাড়া তিনি অসুস্থ হতে পারেন। সেকারণে তিনি গভর্নরকে অভিযোগও করতে পারেন।” আরও পড়ুন-Iran Reopens Schools: মহামারীর মধ্যেই চালু স্কুল, প্লাস্টিকের তাঁবুতে ক্লাস করছে ইরানের পড়ুয়ারা(দেখুন ছবি)
যাইহোক মাস্ক ছাড়াই ঘটনাস্থলে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এবং সামাজিক দূরত্ব বিধি মানার জন্য প্রতিদ্বন্দ্বি প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনকে নিয়ে ঠাট্টাও করেন। গোলাকার জায়গা জিম এটা খনও দেখেছেন, জনসমাবেশকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত, কয়েকদিন আগেই সামাজিক দূরত্ব বিধি মানতে স্কুলের জিমনাশিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেন জো বিডেন। যাতে উপস্থিত দর্শকরা দূরে দাঁড়িয়েই অনুষ্ঠান দেখার সুয়োগ পায়, সেজন্য এমন বন্দোবস্ত। সোমবার হোয়াইট হাউসের মধ্যে রয়টার্সের এক সাংবাদিককে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেশারের মধ্যে তাঁকে প্রশ্ন করার আগে মাস্ক খুলতে হবে। এমনকী হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে জো বিডেনের বিরুদ্ধে তোপ দাগেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আপনারা জানেন যে বিডেন একটা নির্বোধ লোক।”