Afghanistan Crisis: কাবুল ফেরত মার্কিন বায়ুসেনা বিমানের চাকায় মিলল মানুষের দেহাংশ

কাবুল (Kabul) ফেরত মার্কিন সেনা বিমানের চাকায় পাওয়া গেল মানুষের দেহাংশ (Human Remains)৷ মার্কিন বায়ুসেনার তরফে মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷

সেনা বিমান সি-১৭ গ্লোবমাস্টার (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ১৮ আগস্ট: কাবুল (Kabul) ফেরত মার্কিন সেনা বিমানের চাকায় পাওয়া গেল মানুষের দেহাংশ (Human Remains)৷ মার্কিন বায়ুসেনার তরফে মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ গত রবিবার মার্কিন বায়ুসেনা বিমান C-17 গ্লোবমাস্টার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে দেশত্যাগী আফগানদের নিয়ে ওড়ে৷ কাতার বিমানবন্দরের অবতরণের পরই বায়ুসেনা কর্তারা দেখতে পান বিমানের চাকায় লেগে আছে মানুষের দেহাংশ৷ সোমবারই রোমহর্ষক এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে আফগান শরণার্থীদের (Afghanistan Crisis) নিয়ে উড়েছে মার্কিন বায়ুসেনার বিমান C-17 গ্লোবমাস্টার৷ ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের উপরে থেকে তিনজন মানুষ পড়ে গেলেন৷ তালিবানের দখলে থাকা দেশ ছেড়ে যাওয়ার এতটাই তাগিদ যে বিমানের চাকার সঙ্গে নিজেদের বেঁধে নিয়েছিলেন ওই তিনজন৷ আরও পড়ুন-West Bengal Monsoon: ফের নিম্নচাপের জের, আজ বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণের ৫ জেলা

তবে শেষরক্ষা হল না, নিজে পড়ে গেলেন তাঁরা৷ এই রোমহর্ষক ভিডিওটি দেখে বিশ্বের নেটিজেনদের চোখে জল৷ উদ্ধারকাজে সহযোগিতার জন্য যন্ত্রপাতি নিয়ে রবিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন বায়ুসেনা বিমান C-17 গ্লোবমাস্টার 3৷ কেবিন ক্রুরা জিনিসপত্র নামাতে না নামাতেই বিমান ঘিরে দাঁড়িয়ে পড়ে শতাধিক আফগান৷ চারদিকের পরিস্থিতি ততক্ষণে আরও খারাপ হয়েছে৷ বিমানকর্মীরা তাই দ্রুত মাল নামিয়ে কাবুল ছাড়ার তোরজোর করছিল৷ এদিকে বায়ুসেনার বিমান থেকে পড়ে যাচ্ছে তিন আফগান নাগরিক, এই ভিডিও সোমবারই ভাইরাল হয়েছে৷ বিমানে উঠতে না পেরে হতাশ আফগানরা টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারকেই আঁকড়ে ধরে৷ তখন মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে বায়ুসেনার বিমান উড়ছে আকাশে, তাই টেকঅফে কোনও বিঘ্ন ঘটেনি৷

গত দুদিনে কাবুল বিমান বন্দরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অগুন্তি৷ তালিবান কাবুল দখলের পরেই সাধারণ মানুষ দেশ ছেড়ে পালাতে বদ্ধ পরিকর৷ তাই হাজার হাজার আফগান বিমান ধরতে ব্যস্ত৷ প্রাণের ভয়ে সবাই কাবুল বিমানবন্দরের দিকে দৌড়েছে৷ সেখানে যে বিমানের আনাগোনা তেমন নেই সে সম্পর্কে তাদের কাছে যে সঠিক তথ্য ছিল না তা স্পষ্ট



@endif