Houthis: ইজরায়েল-হামাস যুদ্ধের প্রতিশোধ, আমেরিকার সতর্কতার পরও লোহিত সাগরে ড্রোন হামলা হাউতিদের

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর হাউতিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ২৪বার হামলা চালাল। তারমধ্যে এই প্রথম মানুষবিহীন এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে খবর।

Red Sea (Photo Credit: Twitter)

আমেরিকার (America) হুমকির পরও ফের লোহিত সাগরে জাহাজের উপর হামলা চালাল হাউতিরা (Houthis)। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ মিত্র দেশগুলির সতর্কতার পরও ফের জাহাজের উপর হামলা চালায় ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হাউতিরা। এমন খবর পেতেই ফের শোরগোল শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, হাউতিরা এবার যে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, সেখানে 'অ্যানম্যানড সারফেস ভেসেল' অর্থাৎ মানুষ ছাড়া ড্রোন ব্যবহার করেছে। এই প্রথম লোহিত সাগরে কোনও জাহাজে হামলা চালাতে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হাউতি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানান মার্কিন জাহাজের ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর হাউতিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ২৪বার হামলা চালাল। তারমধ্যে এই প্রথম মানুষবিহীন এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: US Warns Houthis: লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ না হলে ফল ভুগতে হবে, আমেরিকার সতর্কতা হাউতিদের

প্রসঙ্গত ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কখনও হেজবুল্লা আবার কখনও হাউতিরা বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। প্রসঙ্গত লোহিত সাগরে বিভিন্ন জাহাজের উপর হামলা চালানো হাউতি জঙ্গি গোষ্ঠীর পিছছনেও রয়েছে পুরোদমে ইরানের মদত।