Muhammad Yunus: হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, আমেরিকায় পা দিতেই ইউনুসের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ বাংলাদেশিদের

নোংরা রাজনীতি করে ইউনুস বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন বলে ক্ষোভ উগরে দেন মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশের মানুষ। বহু মানুষকে খুন করে অবৈধভাবে ইউনুস ক্ষমতা দখল করেছেন বলেও স্লোগানবাজি শুরু হয় নিউ ইয়র্কের হোটেলের বাইরে।

Bangladeshi Nationals Protest Against Yunus In US (Photo Credit: ANI/X)

নিউ ইয়র্ক ২৫ সেপ্টেম্বর: মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) বিরুদ্ধে সুর চড়াতে শুরু করলেন মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশের (Bangladesh) মানুষ। ইউনুস অবৈধ সরকার বলে স্লোগান দিতে শুরু করেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে হিন্দুদের (Hindu) উপর অত্যাচার শুরু হয়েছে, তার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন বাংলাদেশিরা। নিউ ইয়র্কে (New York) যে হোটেলে রয়েছেন মহম্মদ ইউনুস, তার বাইরে জড়ো হয়ে তদারকি সরকারের প্রধানের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন সে দেশে বসবাসকারী বাংলাদেশিরা। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলন উপলক্ষ্যে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন মহম্মদ ইউনুস। বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। এই অভিযোগ তুলেই ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। 'গো ব্যাক', 'স্টেপ ডাউন', এমন স্লোগান দিয়ে ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন মার্কিন প্রবাসী বাংলাদেশিরা। এমনকী 'শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী' বলেও দাবি শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা।

ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশিরা...

 

নোংরা রাজনীতি করে ইউনুস বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন বলে ক্ষোভ উগরে দেন  মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশের মানুষ। বহু মানুষকে খুন করে অবৈধভাবে ইউনুস ক্ষমতা দখল করেছেন বলেও স্লোগানবাজি শুরু হয় নিউ ইয়র্কের হোটেলের বাইরে। পাশাপাশি ইউনুস যাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে না পারেন, রাষ্ট্রসংঘের (UNGA) কাছে তাঁরা সেই আবেদন জানাবেন বলেও বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন।

নিউ ইয়র্কে ইউনুসের বিরুদ্ধে একটানা বিক্ষোভ...

 

ইউনুসকে পছন্দ করে ছাত্ররা তাঁর হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। ফলে ইউনুস সাধারণ মানুষের কথা ভাবেন। তিনি বেআইনিভাবে বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন। সেই কারণে সে দেশ বসবাসকারী সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা।