Vijay Mallya: লন্ডনের আদালতে খারিজ বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পণের বিরুদ্ধে করা আবেদন

পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়াকে (Vijay Mallya) দেশ ফেরাতে বহুদিন ধরে উদ্যোগী ভারত। দেশে ফিরলেই আর্থিক তছরূপের অভিযোগে গারদে যেতে হবে।তাই এই প্রত্যার্পণ চুক্তির বিরুদ্ধে আদালতে আবেদন করেছিল বিজয় মালিয়া। সোমাবর ইংল্যান্ড ও ওয়েলসের আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। সাজা এড়াতে গত চার বছর ধরে বিদেশেই রয়েছে বিজয় মালিয়া। ১৩টি ভারতীয় ব্যাংক থেকে ৯ হাজার কোটিরও বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এইমামলা থেকে রেহাই পেতেই আদালতের দ্বারস্থ হয়েছিল বিজয় মালিয়া। তবে লন্ডনের রয়্যাল কোর্টের বিচারপতি স্টিফেন আরউইন ও এলিজাবেথ লায়িং সেই আবেদন খারিজ করে দেন।

পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া (Photo Credits: IANS)

লন্ডন, ২০ এপ্রিল: পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়াকে (Vijay Mallya) দেশ ফেরাতে বহুদিন ধরে উদ্যোগী ভারত। দেশে ফিরলেই আর্থিক তছরূপের অভিযোগে গারদে যেতে হবে।তাই এই প্রত্যার্পণ চুক্তির বিরুদ্ধে আদালতে আবেদন করেছিল বিজয় মালিয়া। সোমাবর ইংল্যান্ড ও ওয়েলসের আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। সাজা এড়াতে গত চার বছর ধরে বিদেশেই রয়েছে বিজয় মালিয়া। ১৩টি ভারতীয় ব্যাংক থেকে ৯ হাজার কোটিরও বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এইমামলা থেকে রেহাই পেতেই আদালতের দ্বারস্থ হয়েছিল বিজয় মালিয়া। তবে লন্ডনের রয়্যাল কোর্টের বিচারপতি স্টিফেন আরউইন ও এলিজাবেথ লায়িং সেই আবেদন খারিজ করে দেন। আরও পড়ুন-Lockdown Crisis: লকডাউনের জেরে খাবারে টান, অরুণাচলে বিষাক্ত গোখরো মেরে খেলো তিন জন

গত ৩১ মার্চ ফের ৯ হাজার কোটি টাকা ফেরতের প্রসঙ্গটি তোলে বিজয় মালিয়া। কেন্দ্রের সহযোগিতাও চেয়েছিল এই বিষয়ে। ভারত থেকে পালিয়ে আপাতত ইংল্যান্ডে রয়েছে সে। এর মধ্যে এক টুইট বার্তায় জানিয়েছে, ভারত লকডাউনে রয়েছে। আমি এই বিষয়টিকে সম্মান করি। সমস্ত উৎপাদন বন্ধ হয়ে গেলেও এখনও পর্যন্ত আমাদের কর্মীদের ফেরত পাঠাইনি। এজন্য টাকাও দিচ্ছি। সুতরাং সরকারের উচিত আমাদের সহায়তা করা। মালিয়ার দাবি, বেশ কয়েকবার ব্যাংকের বকেয়া পাওনা সে ফেরত দিতে চেয়েছে। তবে না ব্যাংক না ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেউই এই বিষয়ে কোনও উচ্চবাচ্চ করেনি। তবে সে আশা করে এই বিপর্যয়ের দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ হয়তো তার কথা শুনবেন।