Hezbollah's Attacks Israel: ইজরায়েলের টানা হামলা, পালটা হানাদারির হুঁশিয়ারি হেজবুল্লার

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হেজবুল্লার বিরুদ্ধে তাঁদের হামলা চলবে। কোনওভাবেই জঙ্গি গোষ্ঠীকে রেয়াত করা হবে না। ইয়োভ গ্যালান্টের ওই হুমকির পর পালটা সুর চড়ানো হয় হেজবুল্লার তরফে।

Israel Attacks Hezbollah (Photo Credit: X)

ইজরায়েলের (Israel) বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল হেজবুল্লা (Hezbollah)। টানা কয়েকদিন ধরে ইজরায়েল হামলা চালাচ্ছে লেবাননে (Lebanon)। তার জেরেই এবার ইজরায়েলের বিরুদ্ধে পালটা হামলা শুরু করল হেজবুল্লা। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার উপপ্রধান নাসিম কাসিমের তরফে জানানো হয়, এবার থেকে ইজরায়েলের বিরুদ্ধে তারা জোরদার হামলা চালাবে। অর্থাৎ যুদ্ধ নতুনভাবে শুরু হল বলে সুর চড়ানো হয় নায়িম কাসিমের তরফে। উত্তর লেবাননের একাধিক জায়গায় ইরান হামলা শুরু করেছে। উত্তর লেবাননে হামলার জেরে এবার ইজরায়েলের বিরুদ্ধে পালটা সুর চড়াল হেজবুল্লা।

আরও পড়ুন: Israel-Gaza War: হামাসের পর হেজবুল্লা, জঙ্গি ঘাঁটির খোঁজে লেবাননে হামলা ইজরায়েলের

এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হেজবুল্লার বিরুদ্ধে তাঁদের হামলা চলবে। কোনওভাবেই জঙ্গি গোষ্ঠীকে রেয়াত করা হবে না। ইয়োভ গ্যালান্টের ওই হুমকির পর পালটা সুর চড়ানো হয় হেজবুল্লার তরফে। যা নিয়ে ফের উত্তাপ চড়তে শুরু করেছে পশ্চিম এশিয়ায়।

হেজবুল্লার হামলার আতঙ্কে ইজরায়েলের হায়ফা থেকে মাটির নীচের হাসপাতালে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে সদ্যোজাতদের...

 



@endif