Manisha Koirala Meets Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ মণীশা কৈরালার, 'হীরামান্ডি' দেখেছেন ১০ ডাউনিং স্ট্রিটের কর্মীরা, জানালেন 'মালিকাজান'
ঋষি সুনক যাতে নেপাল ভ্রমণ করেন এবং মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেক করেন, সেই আমন্ত্রণও জানান নেপালী-কন্যা। শুধু তাই নয়, ১০ ডাউনিং স্ট্রিটে হাজির হয়ে মণীষা কৈরালা জানান, সেখানকার বেশিরভাগ কর্মী নেটফ্লিক্সে 'হীরামান্ডি' দেখেছেন। যা শুনে আপ্লুত হয়ে যান হারামান্ডির 'মালিকাজান'।
দিল্লি, ২২ মে: লন্ডনে ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে সাক্ষাৎ করলেন মণীষা কৈরালা (Manisha Koirala)। ১০ ডাউনিং স্ট্রিটে হাজির হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK PM) সঙ্গে সাক্ষাৎ করেন 'হীরামান্ডি' (Heeramandi) অভিনেত্রী। ১০ ডাউনিং স্ট্রিটে ভারতীয় বংশোদ্ভুদ প্রধানমন্ত্রী যখন হাজির, সেই সময় তাঁকে নেপালে আমন্ত্রণ জানান বলিউড অভিনেত্রী। ঋষি সুনক যাতে নেপাল ভ্রমণ করেন এবং মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেক করেন, সেই আমন্ত্রণও জানান নেপালী-কন্যা। শুধু তাই নয়, ১০ ডাউনিং স্ট্রিটে হাজির হয়ে মণীষা কৈরালা জানান, সেখানকার বেশিরভাগ কর্মী নেটফ্লিক্সে 'হীরামান্ডি' দেখেছেন। যা শুনে আপ্লুত হয়ে যান হারামান্ডির 'মালিকাজান'।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হলে, মণীষা কৈরালাকে হাসি মুখেই আমন্ত্রণ জানান ঋষি সুনক। তবে, ভারতের হয়ে নয়, নেপালি কন্যা হিসেবেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জনপ্রিয় অভিনেত্রী।
দেখুন সুনকের সঙ্গে সাক্ষাৎ মণীষা কৈরালার..
View this post on Instagram