Hardeep Singh Nijjar Shot Dead: 'নিষিদ্ধ' খালিস্তানি হরদীপ সিং নিজ্জরকে গুলি, ব্রিটেনে মৃত্যু
সুরের শিখ গুরুনানক সিং গুরুদ্বারের সভাপতি ছিল হরদীপ সিং নিজ্জর। এসবের পাশাপাশি আরও বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল নিজ্জর।
দিল্লি, ১৯ জুন: ব্রিটেনে গুলি করা হল খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে। ভারতের তরফে হরদীপ সিং নিজ্জরকে 'ওয়ানটেড' ঘোষণা করা হয়। সম্প্রতি ভারত সরকারের তরফে যে ৪০ জন ওয়ানটেডের নামের তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যে ছিল নিজ্জর। ভারতের হাতে প্রত্যাপর্ণের আগেই এই খালিস্তানি জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। সুরের শিখ গুরুনানক সিং গুরুদ্বারের সভাপতি ছিল হরদীপ সিং নিজ্জর। এসবের পাশাপাশি আরও বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল নিজ্জর। ফলে ভারতের তরফে তাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। লন্ডনের ব্রাম্পটন শহরে যে খালিস্তানি শক্তির উত্থান হয়, তার প্রধান মুখ ছিল হরদীপ সিং নিজ্জর।
প্রসঙ্গত ২০২২ সালে এক হিন্দু পুরোহিতকে খুন করে হরদীপ। পাঞ্জাবের জলন্ধরে ওই হিন্দু পুরোহিতকে খুন করে নিজ্জর। এরপরই হরদীপ সিংকে পাকড়াও করলে ১০ লক্ষ দেওয়া হবে বলে ঘোষণা করে এনআইএ।