Israel-Hamas War: হামাসের সঙ্গে যুদ্ধে ভারত সব সময় পাশে থেকেছে, মোদীকে ধন্যবাদ ইজরায়েলির
অক্টোবরের পরও ভারত কোনওভাবে ইজরায়েলের পাশ থেকে সরে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। হামাসের কবজা থেকে পণবন্দিদের উদ্ধার করতে ভারত যেভাবে ক্রমাগত ইজরায়েলকে সাহায্য করেছে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি।
ইজরায়েল-হামাসের (Israel-Hamas War) যুদ্ধে ৬ মাস অতিক্রান্ত হতেই এবার ভারতকে ধন্যবাদ জানালেন হামাসের কবজা থেকে বেরিয়ে আসা একজন। মোরান নামে ওই ব্যক্তি জানান, ইজরায়েলের অতিগুরুত্বপূর্ণ বন্ধু ভারত। ৭ অক্টোবরের আগেও ভারত যেভাবে ইজরায়েলকে সমর্থন করেছে, পরেও সেই একই ধারা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবরের পরও ভারত (India) কোনওভাবে ইজরায়েলের পাশ থেকে সরে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। হামাসের কবজা থেকে পণবন্দিদের উদ্ধার করতে ভারত যেভাবে ক্রমাগত ইজরায়েলকে সাহায্য করেছে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। মোদীর পাশাপাশি ভারতের মানুষকেও তিনি ধন্যবাদ জানান।
আরও পড়ুন: Israel-Hamas War: দক্ষিণ গাজায় শুধু মৃত্যুর গন্ধ, প্রিয়জনের শোকে ধ্বংসস্তূপ হাতড়াচ্ছেন মানুষ
ভারত সরকারের পাশাপাশি দেশের মানুষ যেভাবে সব সময় ইজরায়েলের পাশে থেকেছে, সবকিছু সাহায্য করেছে, তা অভাবনীয়। সেই কারণেই ইজরায়েলের 'গুরুত্বপূর্ণ বন্ধু' ভারতকে ধন্যবাদ জানান মোরান।