Israel-Hamas War: গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস, সরকারের উপরেও নেই আস্থা, দাবি ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রীর
মঙ্গলবার ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট জানালেন, হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ ৩৯'তম দিনে প্রবেশ করেছে। আর এর মধ্যেই গাজার নিয়ন্ত্রণ হারাল হামাস।
আকাশপথ এবং স্থলপথ উভয় মাধ্যমেই একের পর এক বিস্ফোরক হামলা (Israel-Hamas War) চালিয়ে গাজাকে পুরোপুরি কবজা করে ইজরায়েল সেনাবাহিনী (Israel Defense Forces)। গাজার (Gaza) উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস (Hamas), ইজরায়েল সামরিক বাহিনীর তরফে এমন দাবিই করা হয়েছে। মঙ্গলবার ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট জানালেন, হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ ৩৯'তম দিনে প্রবেশ করেছে। আর এর মধ্যেই গাজার নিয়ন্ত্রণ হারাল হামাস।
এক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজাকে একেবারে কবজা করে ফেলেছে ইজরায়েল সেনা (IDF)। গাজার কোন স্থানেই আর হামাসের প্রভাব কাজ করছে না। শুধু তাই নয় হামাসের বিভিন্ন ঘাঁটি লুট করা শুরু করেছে গাজার স্থানীয় বাসিন্দারা। গাজাবাসীরা আর তাঁদের সরকারের উপর আস্থা রাখতে পারছে না। ১৬ বছর পর গাজার উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস।
গত ৭ অক্টোবর হামাস এবং ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের (Israel-Hamas War) সূত্রপাত। দুই দেশের লড়াইয়ে বলি হাজার হাজার নিরীহ প্রাণ। ইজরায়েল সেনার অগ্রাসনে কবরে পরিণত হয়েছে গাজা (Gaza)। বহু ইজরায়েলবাসীকেও পণবন্দি করে রেখেছে হামাস বাহিনী। গাজায় যুদ্ধ বিরতিতে নয়া প্রস্তাব এনেছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, তারা ৭০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে রাজি। তবে অপহৃতদের মুক্তির পরিবর্তে ইজরায়েলকে ৫ দিন যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে। প্রথমে ৫ দিন যুদ্ধ বিরতির পরিবর্তে ৫০ জনকে ছাড়া হবে বলে জানিয়েছে হামাস গোষ্ঠী। পরে সেই সংখ্যা বাড়িয়ে ৭০-এ নিয়ে যাওয়া হবে বলেও নিশ্চিত করেছে হামাস।