Ismail Haniyeh Killing: হামাস নেতা ইসমাইল হানিয়ে হত্যার পর ইরানের পালটা হুমকি, মধ্যপ্রাচ্যে ১২টি রণতরী পাঠাল আমেরিকা
ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন হামাসের প্রথম সারির নেতা ইসমাইল হানিয়ে। ইরানের প্রবেশ করে ইসমািল হানিয়েকে খতম করে ইজরায়েলি সেনা। যা নিয়ে শোরগোল শুরু হতেই বদলার পালটা হুমকি দেয় ইরান।
হামাস (Hamas) নেতা ইসমাইল হানিয়ের (Ismail Haniyeh) মৃত্যুর পর তা নিয়ে ফের গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়। ইসমাইল হানিয়ের মৃত্য়ুর পরপরই জোর পদক্ষেপ করে আমেরিকা (US)। হানিয়ের হত্যার খবর সামনে আসতেই ইরান পালটা হুমকি দেন। ইরান বদলা নেওয়ার হুমকি দিতেই মধ্যপ্রাচ্যে পরপর ১২টি রণতরী পাঠায় আমেরিকা। মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় এই মার্কিন রণতরীগুলি অবস্থান করছে বলে খবর।
প্রসঙ্গত ইরানের (Iran) নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন হামাসের প্রথম সারির নেতা ইসমাইল হানিয়ে। ইরানের প্রবেশ করে ইসমািল হানিয়েকে খতম করে ইজরায়েলি সেনা। যা নিয়ে শোরগোল শুরু হতেই বদলার পালটা হুমকি দেয় ইরান।
এদিকে হানিয়ের মৃত্যুর পর আরও এক হামাস নেতা মহম্মদ দেইফকে খতম করা হয়েছে বলে জানায় ইজরায়েলি সেনা। হামাসের সেনা প্রধান হিসেবে পরিচিত মহম্মদ দেইফকে খতম করা হয়েছে বলে দাবি করে ইজরায়েল।