Gaza:ইজরায়েলের মিসাইল হামলায় গাজার সবচেয়ে বড় চার্চ ভেঙে গুড়িয়ে গেল

গাজার হাসপাতালে আকাশ পথে হামলা নিয়ে দুনিয়া জুড়ে চলা বিতর্কের জল কিছুটা ঠান্ডা হতেই সেখানে ইজরায়েলের হামলা ফের বাড়ছে।

Gaza (Photo Credits: X)

গাজার হাসপাতালে আকাশ পথে হামলা নিয়ে দুনিয়া জুড়ে চলা বিতর্কের জল কিছুটা ঠান্ডা হতেই সেখানে ইজরায়েলের হামলা ফের বাড়ছে। গতকাল, রাতে গাজায় ফের মিসাইল, রকেট হামলার জোর বাড়ায় ইজরায়েল। আকাশপথে উড়ে আসা মিসাইলে গাজায় পুরো একটি গ্রিক অর্থোডক্স চার্চ পুরোপুরি ভেঙে গিয়েছে। এদিকে, গাজা সীমান্তে ইজরায়েলের সেনাবাহিনী জড়ো হতে শুরু করেছে। প্রশাসনের নির্দেশ পেলেই স্থলপথে গাজা দখলের পথে এগোবে ইজরায়েলের সেনা।

এসবের মাঝে, ইয়েমন থেকে ইজরায়েলের ওপর আক্রমণের ঝাঁঝ বাড়ল। বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনা ঘাঁটির খুব কাছে বড় বিস্ফোরণের খবর মিলছে। ইয়েমন থেকে অন্তত ৫টি মিসাইল ছোঁড়া হল ইজরায়েলকে লক্ষ্য করে। ইজরায়েলকে ১৪ বিলিয়ন ডলার আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেখুন ভিডিয়ো

এদিকে, আরব দুনিয়া ছাড়িয়ে গাজার হাসপাতালে বোম কাণ্ডে ইউরোপের বিভিন্ন দেশে বড় মাপের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। গতকাল, বৃহস্পতিবার স্পেনের বার্সেলানায় প্যালিস্থাইনের পক্ষে বহু মানুষ জমায়েত হয়ে ইজরায়েল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন। লেবাননের সেনার অভিযোগ, ইজরায়েলের হামলায় তাদের দেশের দক্ষিণাংশে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।



@endif