Imran Khan: 'ঈশ্বর আমায় দ্বিতীয় সুযোগ দিয়েছেন', হাসপাতালে শুয়ে বললেন আহত ইমরান খান

ওয়াজিরাবাদে পিটিআইয়ের মিছিল চলাকালীন গুলি চালানো হয় ইমরান খানকে লক্ষ্য করে। এরপর আহত ইমরান খানকে ট্রাক থেকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয়।

Imran Khan (Photo Credit: Instagram)

ইসলামাবাদ, ৪ নভেম্বর:  'ঈশ্বর আমায় আরও একটি জীবন দিয়েছেন।' বৃহস্পতিবার পায়ে গুলি লাগার পর এই প্রথম মুখ খুললেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে পায়ে গুলি লাগে ইমরান খানের। ওয়াজিরাবাদে পিটিআইয়ের মিছিল চলাকালীন গুলি চালানো হয় ইমরান খানকে লক্ষ্য করে। এরপর আহত ইমরান খানকে ট্রাক থেকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পায়ে গুলি লাগার পর ইমরান খানকে নিয়ে জোর চর্চা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই মুখ খোলেন পিটিআই প্রধান। প্রসঙ্গত বৃহস্পতিবার ইমরান খানের দু পায়েই গুলি লাগে।

আরও পড়ুন:  Imran Khan Video: ইমরান খানকে হত্যার চেষ্টা, এই প্রথম ISI-এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর পাকিস্তান, দেখুন ভিডিয়ো

রিপোর্টে প্রকাশ, দু পায়ে গুলি লাগার পর জখম ইমরান খান হাসপাতালের শয্যায় শুয়ে বিড়বিড় করতে শুরু করেন। গুলি লাগার পর তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ফলে ঈশ্বর তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।