Ghana Blast: ঘানার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১৭ জনের

বৃহস্পতিবার ঘানার গ্রামীণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত হয়েছে শতাধিক। বিস্ফোরণের তীব্রতায় প্রচুর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। সোনার খনির জন্য নিয়ে একটি ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটিতে বিস্ফোরণ হয়।

Ghana Blast (Photo: Twitter)

আক্রা, ২১ জানুয়ারি: বৃহস্পতিবার ঘানার (Ghana) পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত হয়েছে শতাধিক। বিস্ফোরণের তীব্রতায় প্রচুর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। সোনার খনির জন্য নিয়ে একটি ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটিতে বিস্ফোরণ হয়। স্থানীয় মিডিয়াতে পোস্ট করা ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের কেন্দ্রস্থলে একটি গভীর গর্ত তৈরি হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সেজি সাজি আমেডোনু বলেছেন, কমপক্ষে ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেখুন টুইট: 

পুলিশ এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকাজ জরুরি ভিত্তিতে চলছে। জনসাধারণকে তাদের নিরাপত্তার জন্য এলাকা থেকে কাছাকাছি শহরে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আশপাশের শহরগুলিকে ক্রাণ শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে।



@endif