Valentine's Day 2022: সঙ্গমের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মুখে মাস্ক পরে ঘনিষ্ঠতার নির্দেশ সরকারের

থাইল্যান্ডের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, যৌন সংসর্গের মাধ্যমে কখনও কোভিড ছড়ায় না। তবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হলে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে একে অপরের মধ্যে করোনা সংক্রমিত হতে পারে। সেই আশঙ্কা থেকেই থাই সরকারের তরফে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একাধিক বিধি নিষেধ জারি করা হয়।

Sex (Photo Credits: The Noun Project and File)

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি:  গোটা বিশ্বের (World) পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এখনও দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। আগের তুলনায় প্রকোপ কমলেও, করোনা নিয়ে এখনও সতর্ক থাকার নির্দেশ দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সোই অনুযায়ী থাইল্যান্ড সরকার নয়া নির্দেশিকা জারি করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে। ভ্যালেন্টাইনস ডে ( Valentine's Day) উপলক্ষ্যে ভালবাসার মানুষরা কাছাকাছি এলে, তাঁরা কী কী করবেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় থাই সরকারের তরফে।

প্রেম দিবসের আগে থাইল্যান্ডের সরকারের তরফে জানানো হয়, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে প্রত্যেক দম্পতিকে আগে অ্যান্টিজেন টেস্ট করাতে হবে ঘনিষ্ট হওয়ার আগে। সেই সঙ্গে মুখে মাস্ক পরতে হবে সঙ্গমের আগে। শুধু তাই নয়, সঙ্গমের সময় যাতে কোনওভাবে কোনও জুটি মুখ থেকে মাস্ক না খোলেন, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। পাশপাশি করোনা এড়াতে ঘনিষ্ঠতার সময় চুম্বনেও বিধিননিষেধ জারি করা হয়।

থাইল্যান্ডের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, যৌন সংসর্গের মাধ্যমে কখনও কোভিড ছড়ায় না। তবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হলে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে একে অপরের মধ্যে করোনা সংক্রমিত হতে পারে। সেই আশঙ্কা থেকেই থাই সরকারের তরফে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একাধিক বিধি নিষেধ জারি করা হয়।

আরও পড়ুন:  DEV: গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির দেব

এসবের পাশাপাশি প্রত্যেকবার ভ্যালেন্টাইনস ডে-তে থাইল্যান্ডে (Thailand) প্রচুর মানুষ একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ভালবাসার দিনকে পূণ্যতিথি হিসেবে পালবন করা হয় থাইল্যান্ডে। ফলে অত্যধিক জনসমাগমের ফলে যাতে কোনওভাবে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত ফের না হয়, সেই কারণে একাধিক বিধিনিষেধ জারি করা হয় সে দেশের সরকারের তরফে। করোনার প্রকোপ বন্ধ করতে ভালবাসার দিনে ও যাতে প্রত্যেকে একে অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখেন, সেই আবেদনও বার বার জানানো হয় থাই সরকারের তরফে।