German Christmas Market Attack: ক্রিসমাসের আগে জার্মানিতে 'হামলা', ভিড়ে ঠাসা বাজারে ধেয়ে এল গাড়ি, পিষে গেল বহু

ম্যাগডেবার্গ শহরে বড়দিনের ভিড়ে ঠাসা বাজার প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। ভিড় ঠেলে প্রায় ৪০০ মিটার অবধি এগিয়ে গিয়েছে গাড়িটি। চাকার তলায় পিষে গিয়েছে বহু মানুষ।

German Christmas Market Attack (Photo Credits: X)

German Christmas Market Attack: ক্রিসমাস উদযাপনের মাঝে জার্মানিতে ঘটে গেল দুর্ঘটনা। শুক্রবার রাতে যখন ক্রিসমাসের (Christmas 2024) আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ তখন ম্যাগডেবার্গ শহরের একটি বাজারে আচমকা বেশামাল গাড়ির হামলা। ম্যাগডেবার্গ শহরে বড়দিনের ভিড়ে ঠাসা বাজার প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। ভিড় ঠেলে প্রায় ৪০০ মিটার অবধি এগিয়ে গিয়েছে গাড়িটি। চাকার তলায় পিষে গিয়েছে বহু মানুষ। বড়দিনের আগে দুর্ঘটনায় শিশু-সহ দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে গাড়ির চালককে। জার্মান পুলিশ সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই চালক সৌদি আরবের বাসিন্দা।

জার্মানির রাজধানী শহর বার্লিন (Berlin) থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ (Magdeburg)। বড়দিন উপলক্ষ্যে জমজমাট বাজার বসেছিল সেখানে। উৎসবের মরসুমে লোকজনের ভিড় থিকথিক করছিল। চলছিল কেনাকাটা। প্রত্যেকেই নিজেদের মত করে ক্রিসমাসের আনন্দ উপভোগ করছেন। ব্যস্ত বাজারের মধ্যে আচমকাই প্রচণ্ড গতিতে একটি গাড়ি ঢুকে পড়ে। মুহূর্তে বদলে যায় বাজারের পরিস্থিতি। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর ছড়ালেও পরে জার্মান পুলিশ ২ জনের মৃত্যুর খবরে নিশ্চয়তা দিয়েছে। গাড়ির ধাক্কায় আহত হয়েছে প্রায় ৬০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

জার্মান পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গাড়ির চালক সৌদি আরবের (Saudi Arab) বাসিন্দা হলেও তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতেই থাকছেন। পেশায় ডাক্তার। ঘটনাটি 'ইচ্ছাকৃতভাবে' ঘটানো হয়েছে বলেই অনুমান পুলিশের। এই 'হামলার' পিছনে গাড়ির চালক ছাড়াও অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্ত করছে পুলিশ।



@endif