Gaza: ইসরায়েলের ভয়াবহ হামলা, গাজায় গুড়িয়ে যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দুটি অফিস

ভেঙে পড়ে সংবাদমাধ্যমের দুটি অফিস, ছবি সংগৃহীত

গাজা, ১৫ মে: গাজায় (Gaza) ইসরায়েলের মিসাইল হামলার জেরে ভেঙে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ২টি অফিস। যার মধ্যে রয়েছে অ্যাসোসিয়েট প্রেস এবং আল জাজিরার অফিস (Al Jazeera)।

গাজার বেশ কয়েকটি বহুতলে মিসাইল হামলা চালাতে পারে ইসরায়েল (Israel), এমন খবর পাওয়ার পরপরই ওই বহুতলগুলি খালি করে দেওয়ার কাজ শুরু করে সেনা বাহিনী। বহুতলগুলি যখন ফাঁকা করার কাজ চলছে, সেই সময় আচমকাই সেখানে বিকট শব্দে বোমাবর্ষণ শুরু হয়। যার জেরে কাগজের মতো গুড়িয়ে যায় পরপর দুটি বহুতল। ইসরায়েলের ভয়াবহ হামলার ফলে যে বহুতলগুলি ভেঙে পড়ে, সেখান থেকে কালো মেঘের মতো ধোঁয়া উড়তে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় প্রায় গোটা আকাশ।

আরও পড়ুন:  Mucormycosis: করোনায় অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহারে হানা দিতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, চলে যেতে পারে দৃষ্টিশক্তি

আল জাজিরার এক প্রতিনিধির কথায়, কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আল জাজিরা এবং অ্যসোসিয়েট প্রেসের পাশাপাশি আরও বেশ কয়েকটি অফিস ছিল ওই বহুতলগুলিতে।