G20Summit: জি ২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বালির ম্যানগ্রোভ অরণ্যে নতুন চারা রোপণ করলেন রাষ্ট্রনেতারা, এলেন মোদী, বাইডেনও (দেখুন ছবি)
জি ২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতারা তামান হুতান রায়া নুগুরা রাই ম্যানগ্রোভ বনে ম্যানগ্রোভ পরিদর্শন করলেন
ইন্দোনেশিয়াঃজি ২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতারা তামান হুতান রায়া নুগুরা রাই ম্যানগ্রোভ বনে ম্যানগ্রোভ পরিদর্শন করলেন। এবং নতুন গাছের চারাও রোপণ করলেন।ভারত ইন্দোনেশিয়ার জি ২০ প্রেসিডেন্সির অধীনে ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমির শাহির যৌথ উদ্যোগ ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটে (MAC),যোগ দিয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
Indonesia | PM Narendra Modi and other G20 leaders take a tour of Mangrove forest in Bali on the second day of #G20Summit pic.twitter.com/1jxnKlIna4
সকল নেতাদের সঙ্গে বালির ম্যানগ্রোভ অরণ্য ভ্রমণ করতে পৌছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওপরে ওঠার সময় টাল সামলাতে না পেরে সিঁড়িতে হোঁচট খেতেই তাঁকে সামলে নেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। দেখুন সেই ভিডিও-