US President-Elect Joe Biden: আমেরিকানরা বিনামূল্যেই পাবেন করোনার প্রতিষেধক, বললেন জো বিডেন

একবার করোনাভাইরাস রোধী প্রতিষেধক অনুমোদন পেলে তা দেশের সমস্ত বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন (US President-Elect Joe Biden)। তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসের সঙ্গে আলোচনা করেই ঠিক হয়েছে যে অত্যান্ত সুচারু এবং সমানভাবে সব আমেরিকানদের মধ্যে এই প্রতিষেধক বিতরণ সুনিশ্চিত করা হবে। অন্তত ১০০ দিন মাস্ক পরুন, এই ডেমোক্র্যাট নেতা দেশবাসীকে আগেই তা জানিয়েছেন।

জো বিডেন (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ৪ ডিসেম্বর: একবার করোনাভাইরাস রোধী প্রতিষেধক অনুমোদন পেলে তা দেশের সমস্ত বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন (US President-Elect Joe Biden)। তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসের সঙ্গে আলোচনা করেই ঠিক হয়েছে যে অত্যান্ত সুচারু এবং সমানভাবে সব আমেরিকানদের মধ্যে এই প্রতিষেধক বিতরণ সুনিশ্চিত করা হবে। অন্তত ১০০ দিন মাস্ক পরুন, এই ডেমোক্র্যাট নেতা দেশবাসীকে আগেই তা জানিয়েছেন। তিনি বলেন, “মাত্র ১০০ দিনের জন্য মাস্ক পরুন। সারা জীবনের জন্য নয়। এবং আমি মনে করি তাহলেই করোনার সংক্রমণ তাৎপর্যপূর্ণভাবে কমে যাবে।” আরও পড়ুন-Farmers' Refuse to Stop Protest: কৃষি আইন সমূহ প্রত্যাহার না করলে আন্দোলন চলবে, সিদ্ধান্তে অনড় কৃষকরা

বিডেন জানান, মহামারী কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁর দলের চিকিৎসা বিশেষজ্ঞরা রয়েছেন তাঁদের নেতৃত্ব দিতে সম্প্রতি তিনি মার্কিন মুলুকের সংক্রাম রোগে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসির সঙ্গে কথা বলেছেন। ফাউসি দেশের চিকিৎসা বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন, এমনটাই চাইছেন মার্কিন মুলুকের ভাবি প্রেসিডেন্ট জো বিডেন। করোনা মোকাবিলায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যান্টনি ফাউসির আলোচনা কখনওই ফলপ্রসূ হয়নি। মার্কিন মুলুকে হু হু করে বাড়ছে কোভিডের সংক্রমণ। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে সেদেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ১৬ জন। গতকাল সারাদিনে সেখানে নতুন করোনা রোগী ২ লাখ ১০ হাজার জন। মৃত্যুর পরিসংখ্যা ২.৭৫ লাখ ছাড়িয়েছে। মার্কিন মুলুকের বিভিন্ন শহরে সংক্রমণের মাত্রা বাড়ছে হু হু করে। নিউ ইয়র্কেও শুরু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভ।