Free Condoms To Youth: বিনামূল্যে কনডম মিলবে ফ্রান্সে, জানালেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ

Emmanuel Macron (Photo Credits: Instagram)

নয়া উদ্যোগ ফ্রান্স সরকারের। ফ্রান্সে মিলবে বিনামূল্যে কনডম। সে দেশের তরুণরা বিনামূল্যে কনডম পেতে সক্ষম হবেন। বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) ঘোষণা করেছেন, ফ্রান্সের তরুণ-তরুণীরা আগামী বছর থেকে বিনামূল্যে কনডম পেতে সক্ষম হবেন। যৌন সংক্রমিত রোগ (Sexually transmitted Diseases) নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ফ্রান্স সরকার।

৮ ডিসেম্বর, বৃহস্পতিবার তরুণদের স্বাস্থ্য সম্পর্কিত এক ইভেন্ট চলাকালীন এই ঘোষণা  করেন ইমানুয়েল। বলেন, ১ জানুয়ারি থেকে দেশের ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্যে কনডম বিনামূল্যে পাওয়া যাবে। আছড়ে পড়বে মান্দোস, তাঁর আগে সতর্কতা জারি দক্ষিণের উপকূলবর্তী শহরে

স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমান ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে ফ্রান্সে যৌন সংক্রমিত রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যৌন সংক্রমিত রোগ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সে দেশের জনসংখ্যা বৃদ্ধিতেও হ্রাস টানতে চাইছে সরকার। তাই এক ঢিলে দুই পাখি মেরে, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্যে বিনামূল্যে কনডম পাওয়ার সুবিধা করে দিতে চলেছে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়াল ম্যাক্রোঁ (Emmanuel Macron)।