ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় ইমপিচমেন্ট (Impeachment Trial) থেকে মুক্তি পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল ভবনে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। তবে শুনানিতে সিনেটের ৫৭ জন সদস্যের বিচারে দোষী বিবেচিত হলেও ট্রাম্পের পক্ষে রায় দেন ৪৩ জন। এরপরই প্রকাশ করা এক বিবৃতিতে সিনেটের এই বিচার প্রক্রিয়াকে ইতিহাসের সবচেয়ে বড় দানব শিকার প্রচেষ্টা বলে আখ্যা দেন সাবেক প্রেসিডেন্ট।

ওয়াশিংটনে ক্যাপিটল বিল্ডিঙয়ে ট্রাম্প সমর্থকদের ‌হামলা হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় এক পুলিশ সহ পাঁচ জন নিহত হন। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে আমেরিকার ইতিহাসে প্রথম প্রসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি হন ট্রাম্প। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ২৩২ জন ডেমোক্র্যাট ছাড়াও ১০ জন রিপাবলিকানও ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে সেনেটে ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। শনিবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। শুনানিতে সিনেটের ৫৭ জন সদস্যের বিচারে দোষী বিবেচিত হলেও ট্রাম্পের পক্ষে রায় দেন ৪৩ জন। ফলে শনিবার সেনেটে এই ফলাফলের ভিত্তিতে ক্যাপিটল-তাণ্ডবের অভিযোগ থেকে মুক্ত হন ট্রাম্প। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, ট্রাম্পকে দোষী সাব্যস্তকারীদের মধ্যে ৭ জন সেনেটর তাঁর নিজের দলের অর্থাৎ রিপাবলিকান সদস্য। আরও পড়ুন: Twitter permanently suspends Donald Trump's account: ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করল টুইটার

এদিকে সেনেটের মেজরিটি লিডার চক শুমার সেনেটের এই সিদ্ধান্তকে 'আন-আমেরিকান' আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "প্রাক্তন প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর রোধ করতে, জনগণের ইচ্ছাশক্তি নষ্ট করতে এবং অবৈধভাবে প্রেসিডেন্টর ক্ষমতায় ধরে রাখার জন্য জনতাকে হিংসায় নির্দেশ দিয়েছিলেন ও প্ররোচিত করেছিলেন। এর চেয়ে বেশি কিছু অ-আমেরিকান কিছুই নেই ... আমাদের গণতন্ত্রের পক্ষে এর চেয়ে বেশি বিরোধী কিছুই নেই ... আমেরিকান দেশপ্রেমিকদের জন্য এটা অপমানজনক।"


আপনি এটাও পছন্দ করতে পারেন

Tejashwi Yadav: ডোনাল্ড ট্রাম্প, পুতিন বা কিম জং উনের মতো নেতাদের এনে প্রচার করালেও বিজেপি জিততে পারবে না! দাবি তেজস্বী যাদবের

Nikki Haley, US Election: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি

Ivanka Trump: আম্বানীর অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি তুলে ধরে নজর কাড়লেন ট্রাম্পকন্যা

Donald Trump: হ্যালি গড়ে অনায়াসে জয়ে প্রাক্তন থেকে বর্তমান হওয়ার আরও কাছে প্রেসিডেন্ট ট্রাম্প

Donald Trump Ban: আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞার জারি করা দ্বিতীয় রাজ্য 'মেইন'

Javier Milei: দেশের রিজার্ভ ব্য়াঙ্কই তুলে দিচ্ছেন মেসির দেশের প্রেসিডেন্ট ছোট ট্রাম্প

Israel Hamas War: ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বড় কথা বললেন ট্রাম্প, মাস্ক

Donald Trump Mug Shot: মাগ শটের পর ট্রাম্পের প্রচারে বড় গতি, উঠল ৭০ লক্ষ মার্কিন ডলার