George Floyd Case: জর্জ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত প্রাক্তন পুলিশ কর্তা ডেরেক চৌভিন

মিনেয়াপলিসে (Minneapolis) কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড (George Floyd) হত্যায় দোষী সাব্যস্ত প্রাক্তন পুলিশ কর্তা ডেরেক চৌভিন (Derek Chauvin)। ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেন। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। চৌভিনের ৪০ বছর কারাদণ্ড হতে পারে। আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস শহরে গত বছরের মে মাসে ডেরেক চৌভিনের হাতে নিহত হন জর্জ ফ্লয়েড। জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের ঘাড়ে শভিন হাঁটু দিয়ে চেপে ধরেন। মৃত্যু হয় ফ্লয়েডের।

সেই নারকীয় দৃশ্যের অংশ (Photo Credits: Twitter)

নিউইয়র্ক, ২১ এপ্রিল: মিনেয়াপলিসে (Minneapolis) কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড (George Floyd) হত্যায় দোষী সাব্যস্ত প্রাক্তন পুলিশ কর্তা ডেরেক চৌভিন (Derek Chauvin)। ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেন। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। চৌভিনের ৪০ বছর কারাদণ্ড হতে পারে। আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস শহরে গত বছরের মে মাসে ডেরেক চৌভিনের হাতে নিহত হন জর্জ ফ্লয়েড। জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের ঘাড়ে শভিন হাঁটু দিয়ে চেপে ধরেন। মৃত্যু হয় ফ্লয়েডের।

৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ওই ঘটনার পর জ্বলে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শিরোনামে আন্দোলন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যায়। আরও পড়ুন: COVID Positive Nepal Former King and Queen: কুম্ভমেলা থেকে ফিরে সস্ত্রীক করোনা আক্রান্ত নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র

যে তিনটি অভিযোগে চৌভিন দোষী সাব্যস্ত হন সেগুলি হল, দ্বিতীয়-ডিগ্রি অনিচ্ছাকৃত হত্যা, তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি গণহত্যা। আইন অনুযায়ী ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুনের জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ‘থার্ড ডিগ্রি’ খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ড হয় ২৫ বছরের। অন্যদিকে ‘সেকেন্ড ডিগ্রি’ গণহত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা।