Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার? ভিডিয়ো নিয়ে চিন্তায় পশ্চিম
মধ্য রাশিয়ার থেকে অস্ত্র বোঝাই একটি ট্রেন ইউক্রেনের দিকে যেতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, মধ্য রাশিয়া থেকে অস্ত্র বোঝাই ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছে হামলার প্রস্তুতি নিয়ে।
মস্কো, ৩ অক্টোবর: ইউক্রনের (Ukraine) বিরুদ্ধে ফের জোর কদমে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইউক্রেনের যে ৪ প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে, তা নিয়ে বিশ্ব জুড়ে শোরগোল ছড়িয়েছে। ইউক্রেনের ৪ প্রদেশকে যেভাবে নিজেদের সীমানার সঙ্গে মস্কো যুক্ত করতে চাইছে, তা অপ্রাসঙ্গিক। ফলে গোটা বিশ্ব জুড়ে যখন বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে এল নয়া ভিডিয়ো।
যেখানে মধ্য রাশিয়ার (Russia) থেকে অস্ত্র বোঝাই একটি ট্রেন ইউক্রেনের দিকে যেতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, মধ্য রাশিয়া থেকে অস্ত্র বোঝাই ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছে হামলার প্রস্তুতি নিয়ে। শুধু তাই নয়, রাশিয়ার ওই ট্রেনে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে বলেও মনে করা হচ্ছে।
ইউক্রেনকে বাগে আনতে রাশিয়া পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু কেরছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি পশ্চিমী বিশ্বের তরফেও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।