Fly Dubai Aircraft: কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে ওড়ার সময় আগুন লাগল দুবাইগামী বিমানে, দেখুন ভিডিয়ো

কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে টেক অফের সময় আগুন লেগে যায় দুবাইগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে। এই ঘটনার জেরে সেটি ফের কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করে।

ফাইল ফটো (Photo Credits: Wikimedia Commons)

কাঠমাণ্ডু: কাঠমাণ্ডু বিমানবন্দর (Kathmandu airport) থেকে টেক অফের (taking off) সময় আগুন (fire) লেগে যায় দুবাইগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে (Fly Dubai aircraft)। এই ঘটনার জেরে সেটি ফের কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণ (landing) করার চেষ্টা করে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিমানবন্দরে দমকলের ইঞ্জিন রাখা ছিল। যদিও তার আর দরকার হয়নি।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে নেপালের পর্যটনমন্ত্রী (Nepal's Minister for Tourism) জানান, কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে ওড়ার সময় ফ্লাই দুবাইয়ের একটি বিমানে আগুন ধরে যায়। পরে সেটি ফের দুবাইয়ের (Dubai) দিকে রওনা দেয়। আরও পড়ুন:  Balesh Dhankhar: অস্ট্রেলিয়ায় বিজেপির শাখা খোলা নেতা পাঁচ মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেফতার



@endif