US Mass Shooting: ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত ৫, আহত ৬
আমেরিকায় ফের গুলি চালনার ঘটনা। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাতে ক্যালিফোর্নিয়ায় একটি বাইকার বারে এক বন্দুকবাজ হামলা চালায়।
নিউইয়র্ক: আমেরিকায় ফের গুলি চালনার ঘটনা। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাতে ক্যালিফোর্নিয়ায় একটি বাইকার বারে এক বন্দুকবাজ (Gunman) হামলা চালায়। গুলিচালনার ওই ঘটনায় পাঁচজন মৃত এবং ছয়জন আহত। সিবিএসসি নিউজের দেওয়া তথ্য অনুসারে, ঘটনাটির সূত্রপাত এক অবসরপ্রাপ্ত ল এনফোর্সমেন্ট অফিসার এবং তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলাকে কেদ্র করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, নিয়ন্ত্রণে আনতে এক নিরাপত্তারক্ষী গুলি চালায়, তাতে ওই বন্দুকবাজ নিহত হয়। আরও পড়ুন : Yevgeny Prigozhin ‘Dead’: রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন (দেখুন টুইট)
দেখুন টুইট