US Forces Leave Afghanistan: ২০ বছরের যুদ্ধে ইতি, শেষবারের মতো কাবুল ছাড়ল মার্কিন বায়ুসেনা বিমান

মঙ্গলবার সকালে শেষবারের মতো আফগানিস্তান (Afghanistan) ছাড়ল মার্কিন সেনার বিমান (US military planes)৷ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসান হল খুব অগোছালো ভাবে৷

প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

কাবুল, ৩১ ডিসেম্বর: মঙ্গলবার সকালে শেষবারের মতো আফগানিস্তান (Afghanistan) ছাড়ল মার্কিন সেনার বিমান (US military planes)৷ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসান হল খুব অগোছালো ভাবে৷ সবাইকে উদ্ধার করে ইতিমধ্যেই আফগানিস্তানের মাটি ছেড়েছে মার্কিন সেনার শেষ বিমান৷ নিউইয়র্ক টাইমসের তথ্যানুসারে মঙ্গলবার সকালে আফগানিস্তানের হামিদ কারাজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছে ৫টি আমেরিকান সি-১৭ কার্গো জেট৷ এবার আফগানিস্তানের সঙ্গে আমেরিকার নতুন সম্পর্ক শুরু হতে চলেছে৷ সেনা অভিযান শেষ এবার শুরু কূটনৈতিক সম্পর্কের পালা৷ একথা বললেন, মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন৷ তবে কাবুলে মার্কিন কূটনীতিকদের অবস্থান বাতিল করা হয়েছে৷ আফগানিস্তানের জন্য মার্কিন কূটনীতিকরা কাতারের দোহা থেকে নিজেদের কাজ করবেন৷ আরও পড়ুন-US Forces Leave Afghanistan: আফগানিস্তান ছাড়ছেন শেষ মার্কিন সেনা মেজর জেনারেল ক্রিস ডনহিউ (দেখুন ছবি)

তবে আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য মার্কিন মুলুকের মানবিক সমর্থনে কোনও ঘাটতি পড়বে না৷ সরকারিভাবে মার্কিন সহায়তা সেদেশে না পৌঁছালেও বিভিন্ন অলাভজনক সংস্থা ও জাতিসংঘের মাধ্যমে তা হবে৷ আশা করব এধরনের উদ্যোগে তালিবান বা অন্য কোনও সংস্থা বাধার সৃষ্টি করবে না৷