Elon Musk: ইলন মাস্কের প্রেম জীবনের ঘনিষ্ঠ ছবি নিলামে, বিপুল অর্থে বিক্রি করলেন বান্ধবী
রিপোর্টে প্রকাশ, ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইলন মাস্ক এবং জেনিফার গাইন ডেট করেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় মাস্ক এবং জেনিফার একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান।
ইলন মাস্কের (Elon Musk) প্রাক্তন বান্ধবী এবার প্রকাশ্যে আনলেন পুরনো ছবি। ইলন মাস্কের প্রাক্তন বান্ধবী জেনিফার গাইন পুরনো ছবি প্রকাশ্যে আনেন। টেসলা কর্ণধারের সঙ্গে জেনিফার নিজের পুরনো ছবির মূল্য নির্ধারণ করেন ১.৩ কোটি। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, বোস্টনের একটি নিলাম কেন্দ্রের তরফে ইলন মাস্কের কলেজ জীবনের ছবি বিপুল খরচ করে কিনে নেওয়া হয়। ১.৩ কোটিতে বিক্রি হয় মাস্ক এবং জেনিফারের ছবি। পুরনো ছবি নিলাম কেন্দ্র থেকে নিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন ইলন মাস্ক।
রিপোর্টে প্রকাশ, ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইলন মাস্ক এবং জেনিফার গাইন ডেট করেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় মাস্ক এবং জেনিফার একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। ওই সময় ইলন মাস্ক জেনিফারকে একটি সোনার নেকলেস উপহার দেন। সেই নেকলেসটিও ৪০ লক্ষে বিক্রি করা হয়। পাশাপাশি জেনিফারের জন্মদিনের কার্ডটি বিক্রি করা হয় ১৩ লক্ষতে।
আরও পড়ুন: Partha Chatterjee: আদালতে কান্না, সিবিআই হেফাজতের পর বাইরে বেরিয়ে চিৎকার পার্থর
তবে এ বিষয়ে ইলন মাস্ক বা জেনিফার গাইনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।