Earthquake In Afghanistan: শনির ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (দেখুন টুইট)

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে বুধবার ফের যে ভূমিকম্প হয় আফগানিস্তানে রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

Representational Image

সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) ফের কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সিসমোলজি সেন্টার অনুসারে, আজ সকাল ৬টা ১১ মিনিটে উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর মেলেনি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে  বুধবার ফের যে ভূমিকম্প হয় আফগানিস্তানে রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে  ছিল ভূমিকম্পের উৎসস্থল।

উল্লেখ্য যে শনিবার আফগানিস্তানে ভয়াবহ এক ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। কম্পনের পরও এলাকায় আফটারশক চলতে থাকে। যার ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ে। শনিবারের ওই ভূমিকম্পে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভূমিকম্পে ধসে যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর।

An earthquake with a magnitude of 6.1 on the Richter Scale hit Afghanistan at 06:11 am today: National Center for Seismology pic.twitter.com/ta7McYoN8n



@endif