S Jaishanka In Vietnam: ভিয়েতনাম সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দেখুন সেখানকার বিশিষ্টদের সঙ্গে সাক্ষাতের ছবি
সোমবার ভিয়েতরামের রাজধানী হনোইতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম জয়েন্ট কমিশনের বৈঠক। তাতে যোগ দিতে রবিবার ভিয়েতনাম সফরে গেছেন ভারতে বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর ।
হনোই: সোমবার ভিয়েতরামের (Vietnam) রাজধানী হনোইতে (Hanoi) অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম জয়েন্ট কমিশনের বৈঠক (18th Joint Commission Meeting)। তাতে যোগ দিতে রবিবার ভিয়েতনাম (Vietnam) সফরে গেছেন ভারতে বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর (EAM Dr S Jaishankar)। সেখান গিয়ে ভারত ও ভিয়েতনামের প্রাচীন ও আত্মিক সম্পর্কের প্রতীক (symbolized) হনোইয়ের ঐতিহাসিক ট্রান কুক প্যাগোডা (historical Tran Quoc Pagoda) পরিদর্শন করেন।
পরে এই বিষয়ে টুইট করে তিনি জানান, "হানোইতে ঐতিহাসিক ট্রান কুক প্যাগোডা পরিদর্শন করেছি। ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রাচীন সম্পর্কের প্রতীক এখানে থাকা বোধি গাছ (Bodhi tree)। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (President Rajendra Prasad) ১৯৫৯ সালে ভিয়েতনামের রাষ্ট্রপতি হো চি মিনকে (President Ho Chi Minh) এই গাছ উপহার দিয়েছিলেন।"
তিনি আরও টুইট করেন, আজ ভিয়েতনামে পৌঁছছি। বিখ্যাত ট্রান কুক প্যাগোডায় উষ্ণ ও আন্তরিক স্বাগত জানানোর জন্য ভিয়েতনামের বিদেশমন্ত্রী বুই থান সনকে (Vietnam Foreign Minister Bui Thanh Son) ধন্যবাদ। আগামীকাল ১৮তম যৌথ কমিশনের বৈঠকের জন্য অপেক্ষায় আছি। আরও পড়ুন: Israel-Hamas War: নিরীহ গাজাবাসীদের সুরক্ষার্থে বিশেষ 'করিডোর'এর ব্যবস্থা ইজরায়েল সামরিক বাহিনীর