Russia-Ukraine War: ইউক্রেনের মাইকোলাইভে সামরিক ব্যারাকে রকেট হামলা রাশিয়ার, অন্তত ৫০ জনের মৃত্যু

ইউক্রেনের (Ukraine) দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের (Mykolaiv) একটি সামরিক ব্যারাকে (Military Barracks) রকেট হামলা রাশিয়ার (Russia)। তাতে অন্তত ৫০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে যখন রাশিয়ান সেনারা হামলা চালায় তখন ব্যারাকে অন্তত ২০০ জন সেনা ঘুমোচ্ছিলেন।

Bombed military base In Mykolaiv (Photo: Twitter)

কিভ, ১৯ মার্চ: ইউক্রেনের (Ukraine) দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের (Mykolaiv) একটি সামরিক ব্যারাকে (Military Barracks) রকেট হামলা রাশিয়ার (Russia)। তাতে অন্তত ৫০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে যখন রাশিয়ান সেনারা হামলা চালায় তখন ব্যারাকে অন্তত ২০০ জন সেনা ঘুমোচ্ছিলেন।

ইউক্রেনের এক সেনা বলেন, "অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে ধ্বংসস্তূপে আরও কতজন রয়েছে তা আমরা জানি না।" অন্য একজন সেনা অনুমান করেছেন যে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হতে পারে। আরও পড়ুন: Russia-Ukraine War: পশ্চিম ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করার দাবি করল রাশিয়া

আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কিম শনিবার একটি ভিডিওতে বলেছেন, "গতকাল আমাদের ঘুমন্ত সেনাদের উপরে রকেট দিয়ে আঘাত করেছিল রাশিয়া।" তিনি আরও জানান, উদ্ধার অভিযান চলছে।