Donald Trump: 'আমিই একমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ পারি', মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

বর্তমানে যে সময় শুরু হয়েছে, তাতে যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ফলে তিনিই একমাত্র প্রার্থী, যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রুখতে পারেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump (Photo Credit: Instagram)

ওয়াশিংটন, ১৫ মার্চ: মার্কিন মুলুকে (USA) নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এবারও লড়ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট নির্বাচনের ময়দানে হাজির হয়ে এবার ট্রাম্প যা বললেন, তা নিয়ে কার্যত জোর আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প বলেন, আমেরিকার তিনিই একমাত্র প্রেসিডেন্সিয়াল প্রার্থী, যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দিতে পারেন। বর্তমানে যে সময় শুরু হয়েছে, তাতে যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ফলে তিনিই একমাত্র প্রার্থী, যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রুখতে পারেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হলেও, এ বিষয়ে এখনও পর্যন্ত জো বাইডেনকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান শুরু হওয়ার পর বিশ্ব কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ইউক্রেনের পাশে রয়েছে গোটা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা। অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে চিন। ফলে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরুর পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোর জল্পনা শুরু হয়।