Donald Trump's Cabinet Member Tulsi Gabbard: হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে, পাকিস্তানে সংখ্যালঘুদের প্রাণের ভয় কেন? ট্রাম্প ক্যাবিনেট সদস্য তুলসি গাবার্ডের হুঙ্কার

২০২১ সালে তুলসি গাবার্ড যখন মার্কিন কংগ্রেসে যোগ দেন, সেই সময়ই তিনি হিন্দুদের উপর বংলাদেশে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান। শুধু তাই নয়, অতীত টেনে ১৯৭১ সালে পাকিস্তানি সেনা যেভাবে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের অত্যাচার করে, তাঁদের দেশ ছাড়তে বাধ্য করে, তার বিরুদ্ধেও সুর চড়ান তুলসি।

Tulsi Gabbard, Donald Trump (Photo Credit: X)

দিল্লি, ১৪ নভেম্বর: বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindu) এবং অন্য সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে। এমন অভিযোগ উঠে আসতে শুরু করেছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। বাংলাদেশে ইউনুসের তদারকি সরকারের আমলে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে ভারতও (India)। হিন্দু-সহ অন্য সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার বন্ধ করা হোক বলে সুর চড়িয়েছে দিল্লি। বিষয়টি নিয়ে এবার সুর চড়াতে পারে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকার কোনওভাবেই বাংলাদেশ, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছে। সেই কারণেই এবার মার্কিন প্রশাসনে নিয়োগ করা হয় তুলসি গাবার্ডকে (Tulsi Gabbard)।

শুনুন কী বললেন তুলসি গাবার্ড...

 

আমেরিকার ইতিহাসে প্রথম হিন্দু মহিলা এই তুলসি গাবার্ড। বাংলাদেশে এবং পাকিস্তানে (Pakistan) বসবাসকারী হিন্দু এবং অন্য সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে একাধিকবার সুর চড়াতে দেখা গিয়েছে এই তুলসি গাবার্ডকে।

আরও পড়ুন: Usha Chilukuri Become First Indian-Origin Second Lady In US: ট্রাম্পের জয়ে ভারতের শিকড়, আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন অন্ধ্রের ঊষা চিলুকুড়ি

আমেরিকায় জন্ম দিলেও তুলসি গাবার্ডের মা হিন্দু ধর্মে নিজেকে দিক্ষীত করেন। পরে মেয়ের নামও রাখেন হিন্দুদের রীতি অনুযায়ী। মায়ের ধর্মে বিশ্বাসী তুলস গোটা জীবন ধরে নিরামিষ খাবার খেয়ে চলেছেন। এবার এই তুলসি গাবার্ডই ট্রাম্প সরকারের প্রশাসনে রয়েছেন। তাঁকে আমেরিকার ন্যাশানাল ইনটেলিজেন্সের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন কংগ্রেসে যোগদানের সময় ভগবত গীতায় হাত রেখে শপথ নিতেও দেখা যায় তুলসি গাবার্ডকে।

২০২১ সালে তুলসি গাবার্ড যখন মার্কিন কংগ্রেসে যোগ দেন, সেই সময়ই তিনি হিন্দুদের উপর বংলাদেশে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান। শুধু তাই নয়, অতীত টেনে ১৯৭১ সালে পাকিস্তানি সেনা যেভাবে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের অত্যাচার করে, তাঁদের দেশ ছাড়তে বাধ্য করে, তার বিরুদ্ধেও সুর চড়ান তুলসি।

৫০ বছর আগে পাকিস্তানি সেনা বাংলাদেশে বসবাসকারী বাঙালি হিন্দুদের মারধর করে, তাঁদের উপর অত্যাচার চালিয়ে সেই দেশ ছাড়তে বাধ্য করে। ওই সময় সংখ্যালঘু মানুষকে নিশানা করে তাঁদের দেশছাড়া করা হয়। কমপক্ষে ৩ মিলিয়ন সংখ্যালঘু মানুষকে ওই সময় পাক সেনা হত্যা করে বলেও সুর চড়াতে শোনা যায় তুলসি গাবার্ডকে। পাকিস্তান এখনও কীভাবে সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায় এবং ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদত দিয়ে কার্যক্রম চালায়, তার বিরুদ্ধে একাধিকবার সুর চড়ান তুলসি। এমনকী পাক সেনা আফগানিস্তান সীমান্তেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে সুর চড়ান ট্রাম্প সরকারের নয়া আধিকরিক তুলসি গাবার্ড।



@endif