Donald Trump Video: চেনা দায়? নিজেকে একেবারে পালটে ফেললেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন ভিডিয়ো

Donald Trump (Photo Credit: Facebook)

আমেরিকার প্রেসিডেন্ট (US President) নির্বাচনের পর এবার একেবারে অন্য লুকে ধরা দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের চুল কাটার ধরন অর্থৎ হেয়ার স্টাইল পালটে ফেললেন ট্রাম্প। যেখানে ট্রাম্পকে দেখে অবাক হয়ে যান অনেকে। এবার প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প য নিজেকে একেবারে বদলে ফেলেছেন, তা তাঁর নয়া লুক থেকেই স্পষ্ট। ডোলান্ড  ট্রাম্পের এই হেয়ার স্টাইল দেখে জোর চর্চা শুরু হয়েছে। প্রেসিডেন্ট পদে বসে মার্কিন মুলুকের প্রশাসন, সামরিক-সহ সব ক্ষেত্রের খোলনলচে বদলে দেন কি না, সেটাই দেখার।

দেখুন ডোনাল্ড ট্রাম্পের নয়া লুক দেখে জোর চর্চা শুরু হয়েছে...