Samantha Woll: মার্কিন মুলুকে ইহুদি প্রার্থনাস্থলের প্রেসিডেন্টকে হত্যা 

গত শনিবার সকালে আমেরিকার ডেট্রয়েট সিনাগগের প্রেসিডেন্ট সামান্থা উলকে হত্যা করা হয়েছে।

Detroit Synagogue President Samantha Woll (Photo Credit: X)

মিশিগান: ইজরায়েল-হামাস যুদ্ধের আজ ১৬তম দিন। এই যুদ্ধের প্রভাব অনেক দেশেই দেখা যাচ্ছে। এবার আমেরিকায় এই যুদ্ধের প্রভাব দেখা গেল। মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকালে ডেট্রয়েট সিনাগগের প্রেসিডেন্ট সামান্থা উলকে (Detroit Synagogue President Samantha Woll) হত্যা করা হয়েছে।

সে দেশের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সামান্থা ভলকে তাঁর বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়। সামান্থা ভলকে ডেট্রয়েটের ডাউনটাউনে অবস্থিত ওল আইজ্যাক এগ্রি ডাউনটাউন সিনাগগের বোর্ডের সভাপতি ছিলেন (ইহুদিদের প্রার্থনার স্থানটিকে সিনাগগ বলা হয়)। ২০২২ সাল থেকে আইজ্যাক এগ্রি ডাউনটাউন সিনাগগের নেতৃত্ব দিচ্ছেন।

দেখুন 

পুলিশের প্রাথমিক অনুমান, সামান্থা ভলকে তাঁর বাড়ির ভেতরে ঢুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।