Des Moines Shooting: যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা, নিহত ২ পড়ুয়া

শিক্ষামূলক প্রোগ্রামে চলে বন্দুক হামলা। দুই ছাত্র সহ এক শিক্ষক গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি ২ শিক্ষার্থীকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষক।

Des Moines Shooting (Photo Credits: Twitter)

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। লস অ্যাঞ্জেলসের বন্দুক হামলার তিন দিনের মাথায় সে দেশে আবার গুলি চলল। প্রাণ খোয়াল ২ পড়ুয়া। সোমবার দেস মইনস স্কুলে আয়োজিত এক শিক্ষামূলক প্রোগ্রামে চলে বন্দুক হামলা। দুই ছাত্র সহ এক শিক্ষক গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি ২ শিক্ষার্থীকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষক।

গুলি চলার মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দুষ্কৃতীদের গাড়ি ধরে ফেলেন পুলিশ। ৩ জন ছিলেন গাড়িতে। তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, গাড়িতে আরও একজন ছিল। যে পুলিশ দেখে গাড়ি থেকে পালিয়ে যায়। যদিও খুব শীঘ্রই তাঁকে খুঁজে বার করতে পারবে মনেই মনে করছে যুক্তরাষ্ট্র পুলিশ।

আরও পড়ুনঃ পাকিস্তানের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়, দেখুন মজার পোস্ট

পুলিশ সার্জেন্ট জানাচ্ছেন, এই হামলা কোন সাধারণ হামলা নয় বলেই অনুমান করছেন তাঁরা। এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। এর আগে শনিবার লস আঞ্জেলসের বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।