Mullah Abdul Ghani Baradar Death Rumours: মুল্লা আবদুল গনি বরাদর জীবিত, মৃত্যুর গুজব ওড়াল তালিবান

আফগানিস্তানে তালিবান সরকারের উপ প্রধানমন্ত্রী মুল্লা আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar) বেঁচে আছেন৷ সোমবার এক অডিও বার্তায় নিজের বেঁচে থাকার প্রমাণ দেন বরাদর৷ জানান, আহতও হননি তিনি৷

Abdul Ghani Baradar, a co-founder of the Taliban (Photo Credits: ANI)

কাবুল, ১৪ সেপ্টেম্বর: আফগানিস্তানে তালিবান সরকারের উপ প্রধানমন্ত্রী মুল্লা আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar) বেঁচে আছেন৷ সোমবার এক অডিও বার্তায় নিজের বেঁচে থাকার প্রমাণ দেন বরাদর৷ জানান, আহতও হননি তিনি৷ তালিবানের মুখপাত্র মহম্মদ নাঈম এই বার্তা টুইটারে শেয়ার করেছেন৷ কারণ এর আগেই জানা যায়, তালিবানের অন্তর্সংঘর্ষে বরাদর গুরুতর আহত হয়েছেন অথবা তাঁর মৃত্যু হয়েছে৷ “মুখপাত্র মহম্মদ নাঈম বলেন তালিবানের উপ প্রধানমন্ত্রী মুল্লা আবদুল গনি বরাদরের মৃত্যুর গুজব (Death Rumours) সত্যি নয়৷ এই একই কথা গত ২ বছর ধরে তিনি হৈবাতুল্লাহ আখুন্দজাদার সম্পর্কেও বলে যাচ্ছেন৷ যদিও গত ২ বছরে আখুন্দজাদাকে কেউ দেখেনি, তার কোনও বার্তাও শোনা যায়নি৷”  আরও পড়ুন-Odisha: ফুটবল নিয়ে খেলছে দুই বুনো ভাল্লুক, ভিডিও ভাইরাল

এর আগে জানা গেছে, বরাদর ও হাক্কানি সমর্তকদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে৷ খবর পেয়েই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফৈয়াজ হামিদ তড়িঘড়ি কাবুলের উদ্দেশে রওনা হয়েছেন৷ এই হামলায় বরাদরের আহত হওয়ার খবর মিলেছে৷