Dengue in Bangladesh: বাংলাদেশে ডেঙ্গু যেন মহামারি, মৃত্যু সংখ্যা ছাড়াল ৯০০

চলতি বছরে মশাবাহিত জ্বরে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৯০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৭২৫ জন। গত সপ্তাহতে সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৪ হাজার ৫৬২। এক সপ্তাহের মধ্যেই ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে ১৯ হাজার ১৬৩।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয় ধরাচ্ছে (Dengue in Bangladesh)। একের পর এক প্রাণের বলি হচ্ছে ডেঙ্গুতে (Dengue)। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক (Bangladesh Ministry of Health) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান বলছে, চলতি বছরে মশাবাহিত জ্বরে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৯০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৭২৫ জন। গত সপ্তাহতে সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৪ হাজার ৫৬২। এক সপ্তাহের মধ্যেই ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে ১৯ হাজার ১৬৩।

রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে গত তিন মাসে বাংলাদেশের ডেঙ্গু (Dengue in Bangladesh) সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, জুলাইয়ে মশাবাহিত রোগে সে দেশে আক্রান্ত হয়েছেন ৪৩,৮৫৪ জন। অগাস্টে ৭১,৯৭৬। এবং সেপ্টেম্বরে এ পর্যন্ত ৬৩,৯১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গ৩ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের।

ডেঙ্গুর এই ভয়াল পরিস্থিতি কেবল ওপার বাংলাতেই নয়। একই চিত্র এপার বাংলাতেও। বঙ্গের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে সরকার। উদ্বিগ্নতা দেখিয়ে নবান্নে বৈঠক হচ্ছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও প্রায় নিত্যদিনই রাজ্যের কোন না কোন হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হচ্ছে কারুক না কারুর। এদিকে সরকারি তরফে ডেঙ্গুতে মৃত কিংবা আক্রান্তের কোনরকম তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে বেসরকারি সূত্র মতে রাজ্যে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।