Iran Hijab Protest: হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান, গোলাগুলির মাঝে মৃত ৭৫
আয়াতুল্লা আলি খামেইনির শাসন এবার বন্ধ হোক ইরানেI গত ৩ দশক ধরে আয়াতুল্লা আলি খামেইনি যেভাবে ইরানে একনায়কতন্ত্র জারি করেছে, এবার তার অবসান হোক বলে রাস্তায় নেমে দাবি করচেন নারী, পুরুষ প্রায় প্রত্যেকেI
তেহরান, ২৭ সেপ্টেম্বর: একনায়কতন্ত্রের অবসান হোকI শাসককে মৃত্যুদণ্ড দেওয়া হোকI এমন স্লোগান দিয়ে এবার ইরানের (Iran) রাস্তায় নামলেন বিক্ষোভাকারীরাI মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর ১০ দিন কেটে গিয়েছেI ২২ বছরের মাহশার মৃত্যুর পর থেকেই হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল তেহরান-সহ ইরানের একাধিক শহরI মাহশার মৃত্যুর পর এখনও পর্যন্ত গোটা ইরান জুড়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে খবরI
আয়াতুল্লা আলি খামেইনির শাসন এবার বন্ধ হোক ইরানেI গত ৩ দশক ধরে আয়াতুল্লা আলি খামেইনি যেভাবে ইরানে একনায়কতন্ত্র জারি করেছে, এবার তার অবসান হোক বলে রাস্তায় নেমে দাবি করচেন নারী, পুরুষ প্রায় প্রত্যেকেI
মাহশার মৃত্যুর পর ইরানের ৪৬টি শহরে ছড়িয়েছে হিজাব বিরোধী বিক্ষোভI শহরের পাশাপাশি গ্রামগুলিতেও চলছে প্রতিবাদ, আন্দোলনI সবকিছু মিলিয়ে ইরানের বিভিন্ন শহর জ্বলছে বিক্ষোভের আগুনI