Pakistan: পাকিস্তানে পুলিশ চেকপোস্টে হামলা, ২ কর্মীকে অপহরণ করল ডাকাতরা

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুরানি মেহের এলাকা কাটচা-তে থাকা একটি পুলিশ চেকপোস্টে আচমকা হামলা চালায় একদল ডাকাত। তারপর দুই পুলিশকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। ওই দুই পুলিশ কর্মীর নাম হল সাজ্জাদ জাকরানি ও গফ্ফর।

Photo Credits: ANI

সিন্ধ: পুলিশ চেকপোস্টে (Police Check-post) হামলা চালিয়ে (attacked) দুই পুলিশকর্মীকে অপহরণ করল (kidnapped) ডাকাতরা (Dacoits)। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশের (Sindh) কান্দাকোট তেহশিলের (Kandhkot) দুরানি মেহের (Durrani Mehr) এলাকার কাটচা (Katcha)-তে।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুরানি মেহের এলাকা কাটচা-তে থাকা একটি পুলিশ চেকপোস্টে আচমকা হামলা চালায় একদল ডাকাত। তারপর দুই পুলিশকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। ওই দুই পুলিশ কর্মীর নাম হল সাজ্জাদ জাকরানি ও গফ্ফর।

পরে ডাকাতরা ওই দুই পুলিশকর্মীকে নিজেদের হেফাজতে থাকা অবস্থার একটি ভিডিয়ো পোস্ট করেছে। তাতে তারা পুলিশের হাতে ডাকাত সন্দেহে ধৃত ১৩ বছরের এক নাবালক ওয়াজিদের মুক্তির বিনিময়ে ওই দুই পুলিশকর্মীকে ছাড়বে বলে জানিয়েছে।

সম্প্রতি কাটচা এলাকায় ডাকাত দমনের জন্য সেনার মতো অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে সিন্ধের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের নেতৃত্বে হওয়া বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

তারপরই স্বরাষ্ট্র দফতরের সচিব ও সিন্ধ পুলিশের আইজি সাংবাদিক বৈঠক করে জানান, সিন্ধু নদীর তীরবর্তী কাটচা এলাকায় ডাকাতদের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য পুলিশের হাতে সেনার ব্যবহার যোগ্য অস্ত্র তুলে বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  আরও পড়ুন: Silicon Valley Bank Collapse: সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বিপর্যয়ে কর্মহারা হতে পারেন ১ লক্ষ মানুষ, প্রভাব পড়বে ১ ০ হাজার স্টার্টআপ



@endif