Covid In Cruise Ship: করোনা আক্রান্ত ৮০০ যাত্রী নিয়ে সিডনির বন্দরে এল প্রমোদ তরী
অস্ট্রেলিয়ার সিডনির বন্দরে এল ৮০০ জনের করোনা হওয়া এক প্রমোদ তরী। নিউ জিল্যান্ড থেকে সিডনির সারিকুলার কোয়াই বন্দরে আসা করোনায় কার্যত গোষ্ঠী সংক্রমণ হয়ে পড়া 'দ্য ম্যাজিস্টিক প্রিন্সেস'প্রমোদ তরী।
সিডনি, ১২ নভেম্বর: অস্ট্রেলিয়ার সিডনির বন্দরে এল ৮০০ জনের করোনা হওয়া এক প্রমোদ তরী। নিউ জিল্যান্ড থেকে সিডনির সারিকুলার কোয়াই বন্দরে আসা করোনায় কার্যত গোষ্ঠী সংক্রমণ হয়ে পড়া 'দ্য ম্যাজিস্টিক প্রিন্সেস'প্রমোদ তরী। দীর্ঘ ১২ দিনের সফরের পর সিডনিতে এসে পৌঁছল ৪৬০০ যাত্রী বোঝাই এই প্রমোদ তরী। ছুটি কাটাতে সিডনির এক উতসবে যোগ দিতে এই প্রমোদতরীতে রওয়ান দিয়েছিলেন পর্যটকরা। সফরের ষষ্ঠ দিনে মাঝ সমুদ্রে প্রমোদ তরীতে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে, কোভিড পরীক্ষা করা হয়। এরপর জাহাজের ক্যাপ্টেন, কর্মীদের পাশাপাশি ৪৬০০ যাত্রীর কোভিড পরীক্ষার পর দেখা যায় ৮০০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা পজেটিভ আসা যাত্রীদের বেশিরভাগই তেমন কোনও উপসর্গ নেই। আবার কয়েকজনের মৃদু উপসর্গ রয়েছে।
করোনা আক্রান্ত যাত্রীদের সিডনিতে নামিয়ে মেলবোর্নের উদ্দেশ্য রওনা দেয় প্রমোদ তরীটি। করোনা আচমকা হু হু করে বাড়তে শুরু করেছে অস্ট্রেলিয়ায়। গত ৭দিনে নিউ সাউথ ওয়েলসে নতুন করে ১৯ হাজার ৮০০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
কোভিড থাকা যাত্রীদের অন্য যানের মাধ্যমে নিভৃতবাসে রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রমোদ তরীটি ছাড়ার আগে সবাইকে করোনা টিকার সার্টিফিকেট জমা দিতে হয়েছিল বলে শোনা যাচ্ছে।
দেখুন টুইট
২০২০ সালের গোড়ায় অস্ট্রেলিয়ার রুবি প্রিন্সেস নামের এক প্রমোদ তরীতে একসঙ্গে ৯০০ জন মাঝ সমুদ্রেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে করোনায় মারা গিয়েছিলেন ২৮ জন।