Critical Dengu Situation In Bangladesh: ডেঙ্গু পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাংলাদেশে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২০(দেখুন ভিডিও)
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৯৬১ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৯৬১ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকায় ৮৪৪ জন এবং ঢাকার বাইরে ৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় একই দিনে রেকর্ড সংখ্যক ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মৃত্যুর রিপোর্ট আসতেই এই বছরে ডেঙ্গু সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২০ জন।
একই সময় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৬১৩ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৬ হাজার ২১৮ জন। বাংলাদেশের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।