Covid-19: চলতি বছরেই কোভিডকে আর স্বাস্থ্যে জরুরি অবস্থায় না রেখে মরসুমি ফ্লুয়ের তকমা দিচ্ছে WHO

চিন থেকে শুরু করে গোটা বিশ্বের সর্বত্র ছড়িয়েছে করোনা ভাইরাস। সব দেশ, সব মহাদেশে ঢুকে পড়ে আতঙ্ক ছড়িয়েছে কোভিড-১৯।

WHO On COVID 19 (Photo Credit: Twitter)

চিন থেকে শুরু করে গোটা বিশ্বের সর্বত্র ছড়িয়েছে করোনা ভাইরাস (Corona Virus)। সব দেশ, সব মহাদেশে ঢুকে পড়ে আতঙ্ক ছড়িয়েছে কোভিড-১৯। করোনার ভয়াবহতায় কার্যত গোটা দুনিয়া জুড়ে জারি করতে হয়েছিল লকডাউন। করোনা গোটা দুনিয়ায় সরাসরি সরকারী হিসেবে ৭০ লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়। দুনিয়ায় তাণ্ডব মাতিয়ে এবার করোনা জরুরি অবস্থার ভয়ানক তকমা হারাচ্ছে।

চলতি বছরেই করোনাকে আর জরুরী বা আপৎকালীন স্বাস্থ্য অবস্থার আন্তর্জাতিক উদ্বেগের তালিকায় রাখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বরং আর কয়েকটা মাস দেখেই করোনাকে মরসুমী ফ্লুয়ের তকমা দিতে চলেছে হু।

দেখুন টুইট

তবে করোনা নিয়ে সাবধানতা ও উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার কথা বলে যাবে হু। ২০২০ সালের গোড়ায় করোনাকে নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছিল হু।