COVID 19 In China: করোনা সংক্রমণ লাগামছাড়া, উপচে পড়ছে শ্মশান, উপগ্রহচিত্রে আতঙ্ক
চিনের বিভিন্ন প্রদেশের শ্মশানগুলি উপচে পড়তে শুরু করেছে। চিনের শ্মশানগুলিতে মানুষ লাইন দিয়ে প্রিয়জনের শেষকৃত্য করাতে শুরু করেছে। চিনের চেঙ্গডুর শ্মশানগুলির অবস্থা সবচেয়ে শোচনীয়।
বেজিং, ১২ জানুয়ারি: চিন (China) জুড়ে হু হু করে বাড়ছে করোনা। কোভিড (COVID 19) সংক্রমণের জেরে চিন জুড়ে যখন একের পর এক মৃত্যুর আসছে, তখন উপচে পড়তে শুরু করেছে শ্মশানগুলি। সম্প্রতি চিনের শ্মশানগুলির একটি উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, চিনের বিভিন্ন প্রদেশের শ্মশানগুলি উপচে পড়তে শুরু করেছে। চিনের শ্মশানগুলিতে মানুষ লাইন দিয়ে প্রিয়জনের শেষকৃত্য করাতে শুরু করেছে। চিনের চেঙ্গডুর শ্মশানগুলির অবস্থা সবচেয়ে শোচনীয়। চেঙ্গডুতে শ্মশাসনগুলিতে মানুষের ভিড় উপচে পড়তে শুরু করেছে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: COVID 19 In China: লাগামছাড়া সংক্রমণ, করোনা আক্রান্ত চিনে আত্মহত্যা করছেন বৃদ্ধরা
প্রসঙ্গত চিনে যখন করোনার লাগামছাড়া সংক্রমণ হচ্ছে, সেই সময় সেখানকার বহু বৃদ্ধরা চিকিৎসার অভাবে আত্মহত্যা করছেন। যা অত্যন্ত মর্মান্তিক। এমনকী, সংক্রমণ মাত্রাছাড়া হওয়ায়, গ্রামের বহু স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যেতে শুরু করেছে বলে খবর।