Georgia couple Arrested for x-rated stunt in Restaurant: রেস্তোরাঁয় বসে স্ত্রীয়ের নিতম্বে মদ ঢালার অভিযোগে গ্রেফতার দম্পতি, ভাইরাল ভিডিও

স্ত্রীর নিতম্বে ফাঁনেল ঢুকিয়ে মদ্যপান করলেন স্বামী। তাও আবার রেস্তোরাঁর মধ্যে সকলের সামনে এই ঘটনা ঘটিয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ওই স্বামী-স্ত্রী।

স্ত্রীর নিতম্বে ফাঁনেল ঢুকিয়ে মদ্যপান করলেন স্বামী। তাও আবার রেস্তোরাঁর মধ্যে সকলের সামনে এই ঘটনা ঘটিয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ওই স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে জর্জিয়ার ওয়েক্রস এলাকার একটি মেক্সিকান রেস্তোরাঁয়। দম্পতির এই কীর্তিকলাপে ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে স্থানীয় প্রশাসন ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের। জানা যাচ্ছে জর্জিয়াতে ওই মেক্সিকান রেস্তোরাঁ যখেষ্ট জনপ্রিয়। ফলে ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনা শুরু হয়। তারপরেই কর্তৃপক্ষের তরফ থেকে থানায় অভিযোগ জানালে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে রেস্তোরাঁর কয়েকজন কর্মচারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীয়ের নিতম্বে ফাঁনেল ঢুকিয়ে সেখান থেকে মার্গারিটা পানীয় খাচ্ছে। আর অপরপ্রান্তে তাঁদের এক বন্ধু সেই ভিডিও করছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি তাঁর স্ত্রীয়ের স্তনের কাছে মুখ নিয়ে যাচ্ছে। এই অশ্লীল কীর্তিকলাপ রেস্তোরাঁয় আগত বাকি গ্রাহকরাও দেখছিলেন। অনেকে এই নিয়ে আপত্তি তুললেও ওই দম্পতি এইসবে কর্ণপাত করেনি। এরপর এই ভিডিওগুলি নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ইতিমধ্যেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে মূল অভিযুক্ত জয়ি বয়েট ও মেরি সোয়েটকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁদের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জেরায় তাঁরা জানিয়েছে, মদ্যপ অবস্থাতে এই অশালীন কীর্তিকলাপ ঘটিয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়াতে আপলোডের সময়েও তাঁদের হুঁশ ছিল না বলে জানিয়েছে।



@endif