Coronavirus Global Death Rate: করোনাভাইরাসের জের, বিশ্বজুড়ে মৃতের হার ৩.৪%, জানাল Who

বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাস (Coronavirus Outbreak) আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। Who-র তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে মৃতের হার ৩.৪% (World Health Organisation) । মৃতের হার অন্যান্য ঋতুকালীন জ্বরের তুলনায় অনেকটাই বেশি। করোনাভাইরাসের জেরে চিনের উহান শহরে (Wuhan city) মৃত্যুর হার সবথেকে বেশি। এই শহরই ছিল করোনাভাইরাসের উৎস্যস্থল।

(Photo Credits: IANS)

নয়াদিল্লি, ৪ মার্চ: বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাস (Coronavirus Outbreak) আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। Who-র তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে মৃতের হার ৩.৪% (World Health Organisation) । মৃতের হার অন্যান্য ঋতুকালীন জ্বরের তুলনায় অনেকটাই বেশি। করোনাভাইরাসের জেরে চিনের উহান শহরে (Wuhan city) মৃত্যুর হার সবথেকে বেশি। এই শহরই ছিল করোনাভাইরাসের উৎস্যস্থল।

Who-র তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এর আগে global health agency-র পক্ষ থেকে মৃতের হার ২ শতাংশ হতে পারে। এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দিচ্ছে এই তথ্য।বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে মৃতের হার ৩.৪%। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তারাই সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। এই ভাইরাস SARS-র ভয়াবহতাকেও ছাপিয়ে গিয়েছে। আরও পড়ুন: Tripura Government: পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন দেবে বিজেপি সরকার

৪ মার্চ বিশ্বজুড়ে ৯৩ হাজার জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত। চিনের বাইরে ৭২টি দেশে করোনায় আক্রান্ত ১০,৫৬৬ জন। চিন ছাড়া বাকি দেশে মৃতের সংখ্যা ৩৭ থেকে লাফিয়ে বেড়েছে ১৬৬-তে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,২০০। দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে চিন। দক্ষিণ কোরিয়া এবং ইরানেও করোনাভাইরাসের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
(Table Source: Report of WHO-China Joint Mission)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now