Coronavirus Outbreak: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। রবিবার লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল থেকে ছাড়া পান। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সাধারণ ওয়ার্ডে ফেরার তিনি তিনরাত ICU-তে ছিলেন। সরকারি তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর বাসভবনেই থাকবেন।
লন্ডন, ১২ এপ্রিল: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। রবিবার লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল ( St Thomas' hospital) থেকে ছাড়া পান। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সাধারণ ওয়ার্ডে ফেরার তিনি তিনরাত ICU-তে ছিলেন। সরকারি তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর বাসভবনেই থাকবেন। জানানো হয়েছে, মেডিকেল টিমের পরামর্শে প্রধানমন্ত্রী এখুনি কাজে ফিরবেন না। তিনি সেন্ট থমাস হাসপাতালে যে যত্ন পেয়েছেন তাঁর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চান। তিনি অন্য আক্রান্তদের জন্যও চিন্তিত।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় হোম কোয়ারান্টিনে থাকার পর গত রবিবার (৫ এপ্রিল) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাঁকে আইসিইউ-তে নেওয়া হয়। ৯ এপ্রিল তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আরও পড়ুন: New Coronavirus Cases in China: চিন্তা বাড়াচ্ছে চিন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯
শনিবার দেওয়া বিবৃতিতে বরিস জনসন হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা নেই, আমি জীবনভর তাঁদের কাছে ঋণী থাকব।’