Chinese Kissing Device: দূরে থেকেও পেতে চান প্রিয়জনের ঠোঁটের স্বাদ! মুসকিল আসানে হাজির চিনের তৈরি ডিভাইস

মনের মানুষ থাকেন দূরে। রাতদুপুরে হঠাৎ ইচ্ছা হল, তাঁর ঠোঁটে একটি চুমো খাওয়ার! ভাবছেন অবাস্তব এই ঘটনা কীভাবে ঘটবে। আমাদের কাছে অবাস্তব লাগা সেই ঘটনাই সম্ভব করেছেন চিনের ছাংঝাউ ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেচ্যাট্রনিক টেকনোলজি।

প্রতীকী ছবি

বেজিং: মনের মানুষ (lover) থাকেন দূরে। রাতদুপুরে হঠাৎ ইচ্ছা হল, তাঁর ঠোঁটে (lips) একটি চুমো (kiss) খাওয়ার! ভাবছেন অবাস্তব এই ঘটনা কীভাবে ঘটবে। আমাদের কাছে অবাস্তব লাগা সেই ঘটনাই সম্ভব করেছেন চিনের (China) ছাংঝাউ ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেচ্যাট্রনিক টেকনোলজি (Changzhou Vocational Institute of Mechatronic Technology)। এমন একটি চুমো খাওয়ার যন্ত্র (Kissing Device) তৈরি করেছে তারা। যা দু প্রান্তে থাকা যুগলের শারীরিক ঘনিষ্ঠতাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে। দূরে থেকেও পাইয়ে দেবে ঠোঁটে ঠোঁট ঠেকানোর উষ্ণতা।

অবিকল ঠোঁটের আদলে তৈরি সিলিকনের (silicon) এই কিসিং ডিভাইসে রয়েছে প্রেশার সেন্সর ও অ্যাকিউরেটরস যা ব্যবহারকারীদের পাইয়ে দেবে একবারে আসল ঠোঁটের স্পর্শ। সেই সঙ্গে শারীরিকভাবে গভীর চুম্বনের সময় একে অপরের ঠোঁটের উষ্ণতা ও চাপ অনুভূব করে এখানেও মিলবে সেই রকমের অনুভূতি। ব্যবহারকারীকে ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর ফোনে চার্জ দেওয়ার জায়গায় ওই কিসিং ডিভাইসটি গুঁজে দিয়ে করতে হবে ভিডিয়ো কল। তারপর চুমো খাওয়ার ইচ্ছা হলে ওই যন্ত্রে মুখ দিয়ে চুমু খাওয়ার ভঙ্গি করলেই হবে।

অদ্ভুত এই যন্ত্রটির কথা সোশ্যাল মিডিয়াতে জানাজানি হওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোনও কোনও নেটিজেন এর প্রশংসা করলেও অনেকে একে বিকৃত যৌনতা বলে উল্লেখ করছেন। যদিও এপ্রসঙ্গে কিসিং ডিভাইসের আবিষ্কর্তা জিয়াং জানান, নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই যন্ত্রটি তৈরি করেছেন তিনি। তাঁর বান্ধবী ও তিনি দেশের দুই প্রান্তে থাকতেন। সেই সময় ফোনই একমাত্র ছিল তাঁদের মধ্যে যোগাযোগের মাধ্যমে। তখনই এই কিসিং ডিভাইসটি তৈরির পরিকল্পনা আসে জিয়াংয়ের মাথায়। আরও পড়ুন: Government App: যে আটটি অতি প্রয়োজনীয় সরকারী অ্যাপ অবশ্যই ব্যবহার করুন