Jack Ma:'নিখোঁজ' জ্যাক মা আচমকা এলেন নেপালে, 'আলিবাবা'র প্রতিষ্ঠাতা দেখা করবেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সঙ্গে

চিনের ধনকুবের শিল্পপতি তথা উদ্যোগপতি জ্যাক মা-য়ের কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা . (Photo Credits: Wikimedia Commons)

কাঠমান্ডু, ২৭ জুন: চিনের ধনকুবের শিল্পপতি তথা উদ্যোগপতি জ্যাক মা (Jack Ma)-য়ের কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। বিশ্বের অন্যতম বড় ই কমার্স সাইট আলিবাবা-র মালিক জ্যাক মা আগে একটা সময় নিয়মিত মিডিয়াতে আসলেও, এখন তাঁকে আর দেখা যায় না। সেই জ্যাক মা-কে দেখা গেল নেপালে। আচমকা নেপাল সফরে এলেন আলিবাবা-র প্রতিষ্ঠাতা। মঙ্গলবার সকালে জ্যাক মা-কে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে চমকে যান অনেকে। ঠিক কী কারণে তিনি নেপালে এসেছেন তা স্পষ্ট নয়।

নেপালের কিছু ধর্মীয় স্থানে তিনি সময় কাটাবেন বলে শোনা যাচ্ছে। এরপর তিনি নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সঙ্গে সাক্ষাত করতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিষয়ে চিন সরকারের সঙ্গে জ্যাক মা-য়ের দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই তাঁকে মিডিয়ায় আর দেখা যায় না। জ্যাক মা নিখোঁজ হয়ে গিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে জল্পনা চলেছিল। ব্যবসা ছেড়ে তিনি শিক্ষকতার চাকরি রছেন বলেও খবর প্রকাশিত হয়। তাঁকে নিয়ে জল্পনার জল হোয়াং হো নদী ছাড়িয়ে গেলেও, জ্যাক মা কিন্তু মুখ খোলেননি।

দেখুন টুইট

চিনা প্রেসিডেন্ট জিংপিংয়ের সঙ্গে বিরোধীর পর জ্যাক মা তার দেশ ছেড়ে অন্য কোথাও আছেন বলে জল্পনা তৈরি হয়েছিল।